কালিহাতীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলচালকের

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৪: ৪৪
Thumbnail image

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকার ১৮ নম্বর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর এলাকার আতাতুল্লাহ ফকিরের ছেলে সাজেদুল ইসলাম (৪৫)। তিনি গাজীপুরের ভাওয়াল গড়ে চাকরি করতেন। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মোটরসাইকেলে সাজেদুল সকালে গাজীপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেলটি ব্রিজের ওপর পড়ে যায়। পরে পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেলটির ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাস ও ট্রাকটিকে জব্দ করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি সরিয়ে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত