গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়েছেন ঢাকা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) সাবিরুল ইসলাম। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর সাবিরুল ইসলাম নগর ভবনের মেয়র কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সিটি ভবন পরিদর্শন করেন।
মতবিনিময় সভা শেষে প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়। সেই আদর্শের জায়গা থেকে আইন ও নীতিবহির্ভূত যেকোনো কাজ থেকে গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সরকারের প্রশাসন যন্ত্রকে দূরে রাখতে আমরা কাজ শুরু করেছি।’
প্রশাসক আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই জনগণ যাতে পূর্ণ সেবা পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
সাবিরুল ইসলাম বলেন, ‘জন্মনিবন্ধন থেকে শুরু করে ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন কাজের জন্য মানুষ সিটি করপোরেশনে আসে। কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদের যেন সঠিক সময়ে পরিপূর্ণ সেবা দিতে পারি, এ জন্য সিটি করপোরেশনের সবাইকে নির্দেশ দিয়েছি। আমাদের চেষ্টা থাকবে মানুষ যেন সেবা না পেয়ে সিটি করপোরেশন থেকে ফিরে না যায়।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনে গাজীপুর সিটি করপোরেশনসহ দেশের অন্য ১১টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়েছেন ঢাকা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) সাবিরুল ইসলাম। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর সাবিরুল ইসলাম নগর ভবনের মেয়র কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সিটি ভবন পরিদর্শন করেন।
মতবিনিময় সভা শেষে প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়। সেই আদর্শের জায়গা থেকে আইন ও নীতিবহির্ভূত যেকোনো কাজ থেকে গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সরকারের প্রশাসন যন্ত্রকে দূরে রাখতে আমরা কাজ শুরু করেছি।’
প্রশাসক আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই জনগণ যাতে পূর্ণ সেবা পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
সাবিরুল ইসলাম বলেন, ‘জন্মনিবন্ধন থেকে শুরু করে ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন কাজের জন্য মানুষ সিটি করপোরেশনে আসে। কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদের যেন সঠিক সময়ে পরিপূর্ণ সেবা দিতে পারি, এ জন্য সিটি করপোরেশনের সবাইকে নির্দেশ দিয়েছি। আমাদের চেষ্টা থাকবে মানুষ যেন সেবা না পেয়ে সিটি করপোরেশন থেকে ফিরে না যায়।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনে গাজীপুর সিটি করপোরেশনসহ দেশের অন্য ১১টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
৩ মিনিট আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
২২ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
৩২ মিনিট আগে