সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বাবুল হোসেন নামের এক ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন।
নিহত জিন্নত আলী (৬৫) উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় একই এলাকার মাদকাসক্ত বাবুল হোসেন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের আজহারের সঙ্গে তার ছেলে বাবুল হোসেনের মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্থানীয় মুরুব্বী হিসেবে জিন্নত আলী মাসখানেক আগে বাবুল হোসেনকে বকা দেওয়াসহ শাসন করেন। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় একটি মুদি দোকানের সামনে বাবুল হোসেন জিন্নত আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিন্নত আলী মারা যান।
নিহতের ভাই উজ্জত আলী মাতবর বলেন, ‘মাদকাসক্ত বাবুল হোসেন আমার ভাইকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। আসামি বাবুল হোসেনকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুনুর রশীদ বলেন, এ বিষয়ে নিহত জিন্নত আলী ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানিকগঞ্জের সিঙ্গাইরে ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বাবুল হোসেন নামের এক ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন।
নিহত জিন্নত আলী (৬৫) উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় একই এলাকার মাদকাসক্ত বাবুল হোসেন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের আজহারের সঙ্গে তার ছেলে বাবুল হোসেনের মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্থানীয় মুরুব্বী হিসেবে জিন্নত আলী মাসখানেক আগে বাবুল হোসেনকে বকা দেওয়াসহ শাসন করেন। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় একটি মুদি দোকানের সামনে বাবুল হোসেন জিন্নত আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিন্নত আলী মারা যান।
নিহতের ভাই উজ্জত আলী মাতবর বলেন, ‘মাদকাসক্ত বাবুল হোসেন আমার ভাইকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। আসামি বাবুল হোসেনকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুনুর রশীদ বলেন, এ বিষয়ে নিহত জিন্নত আলী ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় চালকেরা বিক্ষোভ করলে মারধরের শিকার হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে...
১৩ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১ ঘণ্টা আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
২ ঘণ্টা আগে