নারায়ণগঞ্জ প্রতিনিধি
‘এসপি জানে এই সরকার না থাকলে চাকরি থাকবো না। ডিসি মনে মনে জানে এই সরকার না থাকলে ট্রান্সফার কইরা দিব, কোনো জায়গায় কোনো শাস্তি দিব।’ সম্প্রতি মেয়র আইভীর বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে এমন মন্তব্য করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন।
গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে এমনই মন্তব্য করতে দেখা যায় ইফতেখার আলম খোকনকে। তিনি নারায়ণগঞ্জের একটি স্থানীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ডিসি-এসপিকে উল্লেখ করে কথা বললে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
কাউন্সিলর ইফতেখার আলম খোকন মহানগর আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক এবং স্থানীয় এমপি শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত। এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর তিনি দাবি করছেন তার বক্তব্য পুরোটা প্রচার হয়নি। যদিও ভিডিওতে স্পষ্টভাবেই তিনি ডিসি এসপিদের বিষয়ে কথা বলেছেন।
প্রকাশিত ভিডিওতে দেখা যায় কাউন্সিলর খোকন বলছেন, ‘মেয়র (ডা. সেলিনা হায়াৎ আইভী) কয়, এসপি হুনেনা আমার কথা। ডিসি হুনেনা আমার কথা। হুনব কিল্লিগা? আপনার পাশ দাঁড়াইলে কি লাভ হয় দেশের? দলের কি লাভ হয়। আজকে দলের এসপি জানে এই সরকার না থাকলে চাকরি থাকবো না। ডিসি মনে মনে জানে এই সরকার না থাকলে ট্রান্সফার কইরা দেব, কোন জায়গায় কোন শাস্তি দিব। আপনার (মেয়র) তো কোনো ভয় নাই যে এই সরকার না থাকলে আপনার কিছু হইব।’
তিনি আরও বলেন, ‘শামীম ওসমান এত বড় জনসভা ডাক দিসে। আমি বিএনপিরে হুমকি ধামকি দিতাসি। কেঁউ কোনো কথা উচ্চারণ করবেন না। বিএনপি আইলে তো আমারে দৌঁড়ান দিতে পারে। উনারে (আইভী) তো আর দিত না। উনারে আরামে বহাইয়া রাখবো। খালি কইব পুলিশ আমারে সহযোগীতা করে না। আপনারে কেন সহযোগিতা করব? আপনে এই শহরে শেখ হাসিনার জন্য করছেন এমন কিছু দেখাইতে পারবেন? আজকে ৩৬ টা কাউন্সিলরের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকতো। তাইলে শামীম ওসমানের রাজনীতি করতাম না, আপনার নেতৃত্বে রাজনীতি করতাম।’
ডিসি এসপির চাকরি থাকবে না এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ইফতেখার আলম খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘এই মন্তব্যটা আমার ক্লিয়ার আসে নাই। এই লাইনটা এভাবে বলি নাই। আমি বুঝাইতে চাইসি এখন যারা এসপি, ডিসি তারা মেধাবী তালিকায় শ্রেষ্ঠ। তারা সমস্ত কিছু জানে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কারা। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকায় বিএনপি তাদের ওপর ক্ষুব্ধ হতে পারে।’
দলের নেতার এমন মন্তব্যকে জ্ঞানের অভাব ও অপরিপক্ক রাজনীতিবিদ উল্লেখ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র সরকারি দলের। তাকে প্রধানমন্ত্রী জেনে বুঝে নৌকা প্রতীক দিয়েছেন। সুতরাং কেন তার কথা এসপি-ডিসি শুনবে না? আর যে বলছে এসপি ডিসি ট্রান্সফার হয়ে যাবে সেটা তার জ্ঞানের অভাব। অপরিপক্ক রাজনীতিবিদ হওয়ার কারনেই এই ধরনের মন্তব্য করতে পারে সে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি দলের কাউন্সিলরের এই মন্তব্যে বোঝা যায় তারা নিজেদের প্রয়োজনে এসপি, ডিসিকে ব্যবহার করছেন। আওয়ামী লীগের পক্ষে থাকলে এসপি-ডিসি সহায়তা করবে, পক্ষে না থাকলে সহায়তা করবে না এটা ভয়ংকর বার্তা। কারন এসপি ডিসি রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী। তারা কোনো দলের না।’
‘এসপি জানে এই সরকার না থাকলে চাকরি থাকবো না। ডিসি মনে মনে জানে এই সরকার না থাকলে ট্রান্সফার কইরা দিব, কোনো জায়গায় কোনো শাস্তি দিব।’ সম্প্রতি মেয়র আইভীর বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে এমন মন্তব্য করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন।
গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে এমনই মন্তব্য করতে দেখা যায় ইফতেখার আলম খোকনকে। তিনি নারায়ণগঞ্জের একটি স্থানীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ডিসি-এসপিকে উল্লেখ করে কথা বললে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
কাউন্সিলর ইফতেখার আলম খোকন মহানগর আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক এবং স্থানীয় এমপি শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত। এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর তিনি দাবি করছেন তার বক্তব্য পুরোটা প্রচার হয়নি। যদিও ভিডিওতে স্পষ্টভাবেই তিনি ডিসি এসপিদের বিষয়ে কথা বলেছেন।
প্রকাশিত ভিডিওতে দেখা যায় কাউন্সিলর খোকন বলছেন, ‘মেয়র (ডা. সেলিনা হায়াৎ আইভী) কয়, এসপি হুনেনা আমার কথা। ডিসি হুনেনা আমার কথা। হুনব কিল্লিগা? আপনার পাশ দাঁড়াইলে কি লাভ হয় দেশের? দলের কি লাভ হয়। আজকে দলের এসপি জানে এই সরকার না থাকলে চাকরি থাকবো না। ডিসি মনে মনে জানে এই সরকার না থাকলে ট্রান্সফার কইরা দেব, কোন জায়গায় কোন শাস্তি দিব। আপনার (মেয়র) তো কোনো ভয় নাই যে এই সরকার না থাকলে আপনার কিছু হইব।’
তিনি আরও বলেন, ‘শামীম ওসমান এত বড় জনসভা ডাক দিসে। আমি বিএনপিরে হুমকি ধামকি দিতাসি। কেঁউ কোনো কথা উচ্চারণ করবেন না। বিএনপি আইলে তো আমারে দৌঁড়ান দিতে পারে। উনারে (আইভী) তো আর দিত না। উনারে আরামে বহাইয়া রাখবো। খালি কইব পুলিশ আমারে সহযোগীতা করে না। আপনারে কেন সহযোগিতা করব? আপনে এই শহরে শেখ হাসিনার জন্য করছেন এমন কিছু দেখাইতে পারবেন? আজকে ৩৬ টা কাউন্সিলরের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকতো। তাইলে শামীম ওসমানের রাজনীতি করতাম না, আপনার নেতৃত্বে রাজনীতি করতাম।’
ডিসি এসপির চাকরি থাকবে না এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ইফতেখার আলম খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘এই মন্তব্যটা আমার ক্লিয়ার আসে নাই। এই লাইনটা এভাবে বলি নাই। আমি বুঝাইতে চাইসি এখন যারা এসপি, ডিসি তারা মেধাবী তালিকায় শ্রেষ্ঠ। তারা সমস্ত কিছু জানে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কারা। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকায় বিএনপি তাদের ওপর ক্ষুব্ধ হতে পারে।’
দলের নেতার এমন মন্তব্যকে জ্ঞানের অভাব ও অপরিপক্ক রাজনীতিবিদ উল্লেখ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র সরকারি দলের। তাকে প্রধানমন্ত্রী জেনে বুঝে নৌকা প্রতীক দিয়েছেন। সুতরাং কেন তার কথা এসপি-ডিসি শুনবে না? আর যে বলছে এসপি ডিসি ট্রান্সফার হয়ে যাবে সেটা তার জ্ঞানের অভাব। অপরিপক্ক রাজনীতিবিদ হওয়ার কারনেই এই ধরনের মন্তব্য করতে পারে সে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি দলের কাউন্সিলরের এই মন্তব্যে বোঝা যায় তারা নিজেদের প্রয়োজনে এসপি, ডিসিকে ব্যবহার করছেন। আওয়ামী লীগের পক্ষে থাকলে এসপি-ডিসি সহায়তা করবে, পক্ষে না থাকলে সহায়তা করবে না এটা ভয়ংকর বার্তা। কারন এসপি ডিসি রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী। তারা কোনো দলের না।’
রাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৪ মিনিট আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
১৪ মিনিট আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৮ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৮ ঘণ্টা আগে