ডিএনসিসি: অনলাইনে কর পরিশোধে ১০% ছাড়, ট্রেড লাইসেন্স নবায়নের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নগরবাসী ঘরে বসেই অনলাইনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) হোল্ডিং ট্যাক্স, নতুন লাইসেন্স এবং লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করতে পারছেন। ডিজিটাল পদ্ধতির সঙ্গে ডিএনসিসির আওতাধীন করদাতা/ব্যবসায়ীরা বকেয়াসহ চলতি ২০২২-২০২৩ অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে অনলাইনে পরিশোধ করলে ২০২২-২০২৩ অর্থবছরের চার কিস্তির ওপর ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে ডিএনসিসি। এছাড়া সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ শুক্রবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ট্রেড লাইসেন্স, লাইসেন্স নবায়ন ও গৃহকর পরিশোধে নগরবাসী হয়রানি নিরসনে এবং নগরবাসীর মূল্যবান সময় বাঁচাতেও সহায়তা করবে। এই উদ্যোগটি ডিএনসিসির সব কার্যক্রমকে ডিজিটালাইজড করা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাজস্ব স্বয়ংক্রিয় পদ্ধতি শক্তিশালীকরণ সংক্রান্ত কার্যক্রমের একটি অংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত