Ajker Patrika

আগের দিনটি যেভাবে কাটল আইভী-তৈমূরের

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০২: ২৬
আগের দিনটি যেভাবে  কাটল আইভী-তৈমূরের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের আগের দিনটি অন্য রকম ব্যস্ততার মধ্য দিয়ে কাটালেন প্রার্থীরা। প্রচারে না বেরিয়েও সাত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে সচেষ্ট ছিলেন। যদিও এবারের নাসিক নির্বাচনে প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি থেকে অব্যাহতি পাওয়া হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। 

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই দুই প্রার্থী প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন। ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার শেষে সন্ধ্যার পর নেতা-কর্মী ও মিডিয়ার সঙ্গে আলাপ করতে বিশ্রামে সময় পেয়েছেন খুবই কম। তবে গতকাল শনিবার অনেকটা নীরবেই দেওভোগ এলাকার নিজ বাসভবনেই কাটিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। সারা দিনে গণমাধ্যম কর্মীরা তাঁর সঙ্গে কথা বলতে একাধিকবার কথা বলার চেষ্টা করেও পারেননি। অনেককেই ফিরতে হয় বাসার সামনে থেকে।

আজ রোববার সকালে আইভী বাড়ির পাশের শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। পরে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাবেন। এদিকে ভোটের আগের দিন বাসায় ছিলেন তৈমূর আলম খন্দকার। তিনি এ দিন সংবাদ সম্মেলন করেন। সেখানে সুষ্ঠু ভোটের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চালুর আবেদন করেন। তিনি বলেন, ‘নির্বাচনে কোনো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ নয়, বরং প্রশাসনকেই ঝুঁকিপূর্ণ মনে করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার গুরুত্বপূর্ণ নেতা-কর্মীদের আটক করছে।’ আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত