Ajker Patrika

শীতলক্ষ্যায় ভেসে আসা লাশের পরিচয় মিলেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৮: ১৬
শীতলক্ষ্যায় ভেসে আসা লাশের পরিচয় মিলেছে

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভেসে আসা লাশের পরিচয় পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে লাশ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। এর আগে গতকাল বুধবার রাতে তার লাশ পাওয়া গেলে ফিংগার প্রিন্ট মিলিয়ে পুলিশ পরিচয় নিশ্চিত হয়। 

নিহতের নাম রিফাত হোসেন (১৮)। সে ঢাকার সাভার থানার হেমায়েতপুর এলাকার ইকবাল হোসেন মিলনের (৫০) ছেলে। গত সোমবার বাড়ি থেকে রিফাত নিখোঁজ হয়। 

ইকবাল হোসেন বলেন, ‘আমার ছেলেটা মানসিকভাবে সুস্থ নয়। সে প্রায়ই বাড়ি ছেড়ে কিছুদিনের জন্য হারিয়ে যেত। সেভাবেই গত সোমবার (২৩ অক্টোবর) বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। প্রায়ই যেহেতু হারিয়ে যায় তাই আমরা থানায় কোনো জিডি করিনি। গতকাল বুধবার রাতে তার লাশ নারায়ণগঞ্জ পাওয়া গেলে ফিংগার প্রিন্ট মিলিয়ে পুলিশ তার পরিচয় পায়। পরে আমাদের সঙ্গে যোগাযোগ করে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা বিনা ময়নাতদন্তে লাশ ফেরত চেয়ে আবেদন করেছি। আবেদন গ্রহণ করেছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ছেলের ভাগ্যে এখানে মৃত্যু ছিল, তাই হয়েছে। কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।’ 

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ধারণা করছি, রিফাত দুই দিন আগে মারা যেতে পারে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। নিহতের পরিবার লাশ মর্গ থেকে গ্রহণ করে সাভারে রওনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত