হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১৯: ২৯
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৯: ৪৯

সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই রিমান্ড মঞ্জুর করেন। 

আজ সন্ধ্যার আগে ইমতিয়াজকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকার আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে। 

মামলার অভিযোগে বলা হয়েছে, খেলাফতের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গত ১৩ সেপ্টেম্বর বেলা ২টা ৩৫ মিনিটে শাহবাগ থানাধীন প্রেসক্লাবের সামনে মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা বাধা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকেন। এরপর অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ করে তাঁরা পালিয়ে যান। 

এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। 
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামি নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান সমন্বয়কারী। নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও এই সংগঠন সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত। তাঁর সঙ্গে আর কারা জড়িত, তা উদ্‌ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত