টাঙ্গাইলে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৬: ৫৫
Thumbnail image

টাঙ্গাইলের বাসাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইউনুস আলী নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার গুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইউনুস আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামে। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) হিসাবে কর্মরত ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনুস আলী কেরানীগঞ্জ থানায় যোগদানের আগে টাঙ্গাইল থানায় কর্মরত ছিলেন। তাঁর কর্মস্থল পরিবর্তন হলেও তিনি তাঁর বাসা পরিবর্তন করেননি। কয়েকদিন আগে তিনি ছুটিতে টাঙ্গাইলের বাসায় আসেন। 

আজ শনিবার দুপুরে তিনি কর্মস্থলে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার গুল্লা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমীন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।’

এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি চিহ্নিত করে চালককে আইনীর আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত