নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় তালাবদ্ধ রুম থেকে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানাধীন পাগলা নূরবাগ এলাকার বহুতল ভবনের ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজ্জাক শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মালকান্দি গ্রামের আবুল খায়ের ছেলে। তিনি ছেলেকে নিয়ে ফ্ল্যাটে বসবাস করতেন। পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানিয়েছে পরিবার। হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও ঘরের মালামাল খোয়া যায়নি।
নিহতের ছেলে আকাশ বলেন, ‘আমার মা পাঁচ মাস আগে মারা যায়। এরপর আমি আর বাবা একসাথে এই বাসায় থাকি। আমি নবাবপুরে একটি দোকানে চাকরি করি। বাবা আগে রাজমিস্ত্রির কাজ করলেও বয়সের কারণে এখন কিছু করেন না। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখি ঘর বাইরে থেকে তালা দেয়া। পরে আমি আমার খালার বাসায় গিয়ে খাওয়াদাওয়া করি। রাত ১২টার দিকে ফের বাসায় এসে দেখি ঘর তালা দেয়া। তাই রাতে এক বন্ধুর বাসায় ঘুমাতে যাই। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখে বন্ধুকে নিয়ে এসে ফ্ল্যাটের তালা ভেঙে ফেলি। ভেতরে ঢুকেই দেখি খাটের উপর বাবাকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছে। তাকে হত্যা করে বাইরে থেকে তালা মেরে রাখা হয়েছিল। ধারণা করছি পূর্বশত্রুতার জের ধরে তাকে মেরে ফেলা হয়েছে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের ছেলে মামলার প্রস্তুতি নিচ্ছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় তালাবদ্ধ রুম থেকে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানাধীন পাগলা নূরবাগ এলাকার বহুতল ভবনের ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজ্জাক শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মালকান্দি গ্রামের আবুল খায়ের ছেলে। তিনি ছেলেকে নিয়ে ফ্ল্যাটে বসবাস করতেন। পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানিয়েছে পরিবার। হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও ঘরের মালামাল খোয়া যায়নি।
নিহতের ছেলে আকাশ বলেন, ‘আমার মা পাঁচ মাস আগে মারা যায়। এরপর আমি আর বাবা একসাথে এই বাসায় থাকি। আমি নবাবপুরে একটি দোকানে চাকরি করি। বাবা আগে রাজমিস্ত্রির কাজ করলেও বয়সের কারণে এখন কিছু করেন না। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখি ঘর বাইরে থেকে তালা দেয়া। পরে আমি আমার খালার বাসায় গিয়ে খাওয়াদাওয়া করি। রাত ১২টার দিকে ফের বাসায় এসে দেখি ঘর তালা দেয়া। তাই রাতে এক বন্ধুর বাসায় ঘুমাতে যাই। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখে বন্ধুকে নিয়ে এসে ফ্ল্যাটের তালা ভেঙে ফেলি। ভেতরে ঢুকেই দেখি খাটের উপর বাবাকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছে। তাকে হত্যা করে বাইরে থেকে তালা মেরে রাখা হয়েছিল। ধারণা করছি পূর্বশত্রুতার জের ধরে তাকে মেরে ফেলা হয়েছে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের ছেলে মামলার প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৮ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৩৬ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে