শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে পাওনা টাকা ফেরত চাওয়ায় শফিকুল ও সবুজ নামে দুই দোকানিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের নদীর পাড় বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত দুজন সম্পর্কে আপন ভাই। তাঁরা ওই ইউনিয়নের মুজাফ্ফরপুর গ্রামের ইদ্রিস হাওলাদার ছেলে।
জানা গেছে, সফিকুল (৩৫) ও সবুজ (৩০) দুই ভাই শিবচর উপজেলার নদীর পাড় বাজারে একটি দোকান পরিচালনা করেন। দোকানটিতে একই সঙ্গে বিকাশ, ফেক্সিলোড ও জ্বালানি তেলও বিক্রি হয়। কয়েক দিন আগে ওই দোকান থেকে বাকিতে তেল নিয়েছিলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার চুন্নু খানের ছেলে সাদ্দাম খাঁ।
আজ সকালে সাদ্দাম কয়েকজন যুবককে নিয়ে আবার ওই দোকানে বাকিতে মোটরসাইকেলের জন্য তেল চাইলে কথা-কাটাকাটি একপর্যায়ে দোকানি সবুজকে গাছের ডাল ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় তাঁর ভাই শফিকুল এগিয়ে আসলে তাঁকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত শফিকুল বলেন, ‘কয়েক দিন আগে সাদ্দাম খাঁ বাকিতে তেল নিয়ে যায়। আজ সকালে কয়েকটি মোটরসাইকেলে নিয়ে এসে আবার বাকিতে তেল চায়। এ সময় আগের টাকা চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আমার ভাইয়ের ওপর হামলা চালিয়ে আহত করে। আমি এগিয়ে গেলে তারা আমাকেও পেটায়। পরে দোকানের টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।’
আহত সবুজ বলেন, ‘আমাদের ওপর হামলার পরে তারা দোকানের নগদ টাকা, তিনটি মোবাইল ফোন, ফ্যানসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। তারা লিখিত অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
মাদারীপুরের শিবচরে পাওনা টাকা ফেরত চাওয়ায় শফিকুল ও সবুজ নামে দুই দোকানিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের নদীর পাড় বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত দুজন সম্পর্কে আপন ভাই। তাঁরা ওই ইউনিয়নের মুজাফ্ফরপুর গ্রামের ইদ্রিস হাওলাদার ছেলে।
জানা গেছে, সফিকুল (৩৫) ও সবুজ (৩০) দুই ভাই শিবচর উপজেলার নদীর পাড় বাজারে একটি দোকান পরিচালনা করেন। দোকানটিতে একই সঙ্গে বিকাশ, ফেক্সিলোড ও জ্বালানি তেলও বিক্রি হয়। কয়েক দিন আগে ওই দোকান থেকে বাকিতে তেল নিয়েছিলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার চুন্নু খানের ছেলে সাদ্দাম খাঁ।
আজ সকালে সাদ্দাম কয়েকজন যুবককে নিয়ে আবার ওই দোকানে বাকিতে মোটরসাইকেলের জন্য তেল চাইলে কথা-কাটাকাটি একপর্যায়ে দোকানি সবুজকে গাছের ডাল ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় তাঁর ভাই শফিকুল এগিয়ে আসলে তাঁকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত শফিকুল বলেন, ‘কয়েক দিন আগে সাদ্দাম খাঁ বাকিতে তেল নিয়ে যায়। আজ সকালে কয়েকটি মোটরসাইকেলে নিয়ে এসে আবার বাকিতে তেল চায়। এ সময় আগের টাকা চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আমার ভাইয়ের ওপর হামলা চালিয়ে আহত করে। আমি এগিয়ে গেলে তারা আমাকেও পেটায়। পরে দোকানের টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।’
আহত সবুজ বলেন, ‘আমাদের ওপর হামলার পরে তারা দোকানের নগদ টাকা, তিনটি মোবাইল ফোন, ফ্যানসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। তারা লিখিত অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
১১ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
১৪ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৫ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের ছেলে রেজাউন-উল হক তরঙ্গকে (২৭) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। আজ সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে