Ajker Patrika

পুকুরে ডুবে পঞ্চাশোর্ধ্ব দুই সহোদর ভাইয়ের মৃত্যু 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২২, ১৬: ২২
পুকুরে ডুবে পঞ্চাশোর্ধ্ব দুই সহোদর ভাইয়ের মৃত্যু 

ঘাটাইল উপজেলার গুইয়াগম্ভীর গ্রামে একটি গভীর জলাশয়ে ডুবে পঞ্চাশোর্ধ্ব দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শাহজান আলী (৬০) ও নুরুল ইসলাম (৫৫)। দুজনেই কৃষক

মঙ্গলবার (১৪ জুন) বাড়ির পাশের জলাশয়ে তাঁদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় সন্ধানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শাহজাহান আলী ও নুরুল ইসলাম বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে খেতের আল পরিষ্কার করছিলেন। এলাকাটি বেশ নির্জন ও নিচু জলাভূমি। সকালে কাজ করতে গিয়ে দুপুরে খাবার খেতে বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁরা বাড়ি ফিরে যান। বিকেল ৪টার দিকে এলাকাবাসী শাহজাহান আলীর মরদেহ একটি সদ্য খননকৃত পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে এলাকাবাসী পানি থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। 

শাহজান আলীর স্ত্রী জায়েদা বেগম বলেন, দুই ভাইয়ের কেউই সাঁতার জানতেন না। জায়েদার ধারণা দুই ভাইয়ের মধ্যে কোনো একজন প্রথমে পানিতে ডুবে যান। ভাইকে উদ্ধার করতে গিয়ে অপরজন পানিতে নেমে ডুবে মারা যান। পুকুরটি কমপক্ষে ১০ ফুট গভীর হবে বলে জানান তিনি। 

ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত