পুকুরে ডুবে পঞ্চাশোর্ধ্ব দুই সহোদর ভাইয়ের মৃত্যু 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০: ২১
আপডেট : ১৫ জুন ২০২২, ১৬: ২২

ঘাটাইল উপজেলার গুইয়াগম্ভীর গ্রামে একটি গভীর জলাশয়ে ডুবে পঞ্চাশোর্ধ্ব দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শাহজান আলী (৬০) ও নুরুল ইসলাম (৫৫)। দুজনেই কৃষক

মঙ্গলবার (১৪ জুন) বাড়ির পাশের জলাশয়ে তাঁদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় সন্ধানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শাহজাহান আলী ও নুরুল ইসলাম বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে খেতের আল পরিষ্কার করছিলেন। এলাকাটি বেশ নির্জন ও নিচু জলাভূমি। সকালে কাজ করতে গিয়ে দুপুরে খাবার খেতে বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁরা বাড়ি ফিরে যান। বিকেল ৪টার দিকে এলাকাবাসী শাহজাহান আলীর মরদেহ একটি সদ্য খননকৃত পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে এলাকাবাসী পানি থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। 

শাহজান আলীর স্ত্রী জায়েদা বেগম বলেন, দুই ভাইয়ের কেউই সাঁতার জানতেন না। জায়েদার ধারণা দুই ভাইয়ের মধ্যে কোনো একজন প্রথমে পানিতে ডুবে যান। ভাইকে উদ্ধার করতে গিয়ে অপরজন পানিতে নেমে ডুবে মারা যান। পুকুরটি কমপক্ষে ১০ ফুট গভীর হবে বলে জানান তিনি। 

ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত