কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রাজন মিয়া (২৭)। আজ সোমবার সকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখাল গ্রামে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে যায় তাঁকে। পরে পুলিশ গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, রাজনের গলায় শার্ট প্যাঁচানো ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তবে পুলিশ বলছে, রাজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁর গলায় স্বাভাবিকভাবে শার্ট ঝুলিয়ে রাখা ছিল। ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
রাজন মিয়া সদর উপজেলার যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শহরের বড়বাজারে কাঁচামাল আড়তে শ্রমিকের কাজ করতেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, তিন বছর আগে সদর উপজেলার চৌদ্দশত এলাকার আব্দুল বাতেনের মেয়ে সুরাইয়ার সঙ্গে রাজনের বিয়ে হয়। তাঁদের ছয় মাসের এক মেয়ে রয়েছে। গতকাল রোববার রাতে আড়তের কাজ শেষ করে তিনি একটি ওয়াজ মাহফিলে যাবেন বলে স্বজনদের জানিয়েছিলেন। আজ সোমবার সকালে তাঁর লাশ পাওয়া গেল।
রাজনের মা কল্পনা বেগম বলেন, ‘রাজনের বাবা হাবিবুর রহমান চার বছর আগে শহরতলির মনিপুরঘাট এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছিলেন। সেই মামলা এখনো চলছে। রাজনরা তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে রাজন মেজ। আমার ছেলেকে কেউ মেরে ফেলছে। পুলিশের প্রতি অনুরোধ থাকবে সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার। আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, রাজনের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর গলায় স্বাভাবিকভাবে শার্ট ঝুলিয়ে রাখা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিশোরগঞ্জে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রাজন মিয়া (২৭)। আজ সোমবার সকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখাল গ্রামে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে যায় তাঁকে। পরে পুলিশ গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, রাজনের গলায় শার্ট প্যাঁচানো ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তবে পুলিশ বলছে, রাজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁর গলায় স্বাভাবিকভাবে শার্ট ঝুলিয়ে রাখা ছিল। ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
রাজন মিয়া সদর উপজেলার যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শহরের বড়বাজারে কাঁচামাল আড়তে শ্রমিকের কাজ করতেন।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, তিন বছর আগে সদর উপজেলার চৌদ্দশত এলাকার আব্দুল বাতেনের মেয়ে সুরাইয়ার সঙ্গে রাজনের বিয়ে হয়। তাঁদের ছয় মাসের এক মেয়ে রয়েছে। গতকাল রোববার রাতে আড়তের কাজ শেষ করে তিনি একটি ওয়াজ মাহফিলে যাবেন বলে স্বজনদের জানিয়েছিলেন। আজ সোমবার সকালে তাঁর লাশ পাওয়া গেল।
রাজনের মা কল্পনা বেগম বলেন, ‘রাজনের বাবা হাবিবুর রহমান চার বছর আগে শহরতলির মনিপুরঘাট এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছিলেন। সেই মামলা এখনো চলছে। রাজনরা তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে রাজন মেজ। আমার ছেলেকে কেউ মেরে ফেলছে। পুলিশের প্রতি অনুরোধ থাকবে সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার। আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, রাজনের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর গলায় স্বাভাবিকভাবে শার্ট ঝুলিয়ে রাখা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে