Ajker Patrika

শীতলক্ষ্যায় ভাসছিল যুবকের মরদেহ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শীতলক্ষ্যায় ভাসছিল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

আজ রোববার বিকেলে ৬ নম্বর ওয়ার্ডের সাধুরঘাটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টা থেকে শীতলক্ষ্যা নদীর সাধুরঘাটের পাশে ভাসছিল মরদেহটি। পরে স্থানীয়রা খবর দিলে দুপুরের পর নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। 

ঘটনাস্থলে যাওয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) তজিমুল ইসলাম বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা এসে মরদেহ উদ্ধার করেছি। এখনো পরিচয় জানা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত