নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এই আবেদন করেন সরকারি কৌঁসুলি (পিপি) মাহবুবুল হাসান।
বিচারক মো. নজরুল ইসলাম এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে আবেদনটি নথিতে সংরক্ষণের নির্দেশ দেন। পরীমণি অন্তঃসত্ত্বা থাকায় তাঁর ব্যক্তিগত হাজিরা মওকুফ করা হয়েছিল। বর্তমানে তিনি সন্তানের মা হওয়ায় এবং সুস্থ থাকায় রাষ্ট্রপক্ষ ব্যক্তিগত হাজিরা মওকুফের আদেশ প্রত্যাহারপূর্বক সশরীরে হাজিরার নির্দেশ চেয়ে আবেদন করে।
অন্যদিকে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ মামলার বাদী র্যাবের উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমানের সাক্ষ্য নেওয়া হয়। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আজকের পত্রিকাকে জানান, এই সাক্ষীকে পরীমণির পক্ষে পুনরায় জেরা করার আবেদন জানানোর পর আজ আদালতে হাজির হলে পরীমণির পক্ষে জেরা সম্পন্ন হয়।
পরে অন্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেন আদালত। মো. মজিবুর রহমান গত ১ মার্চ আদালতে সাক্ষ্য দেওয়ার পর মামলার বিচার শুরু হয়।
মামলার দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরীমণি আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন।
গত ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেন আদালত।
গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরীমণির জামিন মঞ্জুর করেন। এ মামলায় গত বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। গত বছরের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমণি এই মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমণি তাঁর গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এই আবেদন করেন সরকারি কৌঁসুলি (পিপি) মাহবুবুল হাসান।
বিচারক মো. নজরুল ইসলাম এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে আবেদনটি নথিতে সংরক্ষণের নির্দেশ দেন। পরীমণি অন্তঃসত্ত্বা থাকায় তাঁর ব্যক্তিগত হাজিরা মওকুফ করা হয়েছিল। বর্তমানে তিনি সন্তানের মা হওয়ায় এবং সুস্থ থাকায় রাষ্ট্রপক্ষ ব্যক্তিগত হাজিরা মওকুফের আদেশ প্রত্যাহারপূর্বক সশরীরে হাজিরার নির্দেশ চেয়ে আবেদন করে।
অন্যদিকে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ মামলার বাদী র্যাবের উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমানের সাক্ষ্য নেওয়া হয়। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আজকের পত্রিকাকে জানান, এই সাক্ষীকে পরীমণির পক্ষে পুনরায় জেরা করার আবেদন জানানোর পর আজ আদালতে হাজির হলে পরীমণির পক্ষে জেরা সম্পন্ন হয়।
পরে অন্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেন আদালত। মো. মজিবুর রহমান গত ১ মার্চ আদালতে সাক্ষ্য দেওয়ার পর মামলার বিচার শুরু হয়।
মামলার দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরীমণি আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন।
গত ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেন আদালত।
গত বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরীমণির জামিন মঞ্জুর করেন। এ মামলায় গত বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। গত বছরের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমণি এই মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমণি তাঁর গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।
বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১১ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে