মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ধলেশ্বরী নদীর সেতুর নিচ থেকে এক কারাগারের হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলাম (৫২) গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের কারা হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার বাজন দারগাতী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তবে পরিবার নিয়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম ঈদের ছুটি নিয়ে গতকাল রাতে তাঁর কর্মস্থল থেকে মানিকগঞ্জের ভাড়া বাসার উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে পরিবারের সঙ্গে শেষ কথা হয় শহিদুলের। এরপর থেকে তাঁর মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁর স্ত্রী শামসুন্নাহার রুমি থানায় গিয়ে নিখোঁজের বিষয়টি জানিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, আজ সকাল ৮টার দিকে সরকারি জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে জাগীর ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের ৪ নম্বর পিলারের কাছ থেকে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ নিহতের স্ত্রীকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটির পরিচয় শনাক্ত করেন।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কোনো ছিনতাইকারীর কবলে পড়ে তাঁর মৃত্যু হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানিকগঞ্জে ধলেশ্বরী নদীর সেতুর নিচ থেকে এক কারাগারের হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলাম (৫২) গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের কারা হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার বাজন দারগাতী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তবে পরিবার নিয়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম ঈদের ছুটি নিয়ে গতকাল রাতে তাঁর কর্মস্থল থেকে মানিকগঞ্জের ভাড়া বাসার উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে পরিবারের সঙ্গে শেষ কথা হয় শহিদুলের। এরপর থেকে তাঁর মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁর স্ত্রী শামসুন্নাহার রুমি থানায় গিয়ে নিখোঁজের বিষয়টি জানিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, আজ সকাল ৮টার দিকে সরকারি জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে জাগীর ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের ৪ নম্বর পিলারের কাছ থেকে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ নিহতের স্ত্রীকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটির পরিচয় শনাক্ত করেন।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কোনো ছিনতাইকারীর কবলে পড়ে তাঁর মৃত্যু হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) শফিউল ইসলামের ঘুষ চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে। এতে ওই প্রকৌশলীকে প্রকল্পের টাকা ছাড়ে এক ঠিকাদারের কাছে ৬ শতাংশ ঘুষ দাবি করতে শোনা যায়।
৫ ঘণ্টা আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ (বীর উত্তম) সেতুর জন্য অধিগ্রহণ করা জমি দখলের মহোৎসব চলছে। ১০৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬০ মিটার সেতুর দুই পাড়ের অধিকাংশ জমি এরই মধ্যে দখলে নিয়ে গড়ে তোলা হয়েছে ঘর ও দোকান। সেসব ভাড়া দিয়ে টাকা নিচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী।
৫ ঘণ্টা আগে‘তিন ঘণ্টা ঘোরাঘুরি কইরা একটা স্কার্ফ ছাড়া তো কিছুই কিনলা না। সকাল সকাল মার্কেটে আইসা কী লাভ হইলো?’ মা তাসলিমা আক্তারকে অনুযোগ করে বলছিল বছর দশেকের মেয়ে সানজিদা ইসলাম। জবাবে মা বললেন, ‘দোকানে আইসাই সাথে সাথে কিন্না ফেলন যায়? আগে তো দেখতে হইবো। দামদর বুঝতে হইবো।’
৫ ঘণ্টা আগে