Ajker Patrika

শাহজালালে ৮২ লাখ টাকার স্বর্ণসহ বেবিচকের গাড়িচালক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৭: ৪৬
শাহজালালে ৮২ লাখ টাকার স্বর্ণসহ বেবিচকের গাড়িচালক আটক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮২ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ এক গাড়িচালককে আটক করা হয়েছে। 

তাঁর কাছে ৫টি স্বর্ণের বার ও ৫০টি স্বর্ণের চেইন পাওয়া গেছে বলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান। 

আটক সালেকুজ্জামান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন গাড়িচালক। আজ শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেলসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে ঢুকে সালেকুজ্জামান ১ নম্বর লাগেজ বেল্টের টয়লেট থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেন। সেগুলো নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর আচরণ ও গতিবিধি দেখে সন্দেহ হয়। চ্যানেল পার হওয়ার সময় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। 

জিয়াউল বলেন, ‘এপিবিএনের অফিসে এনে বেবিচকের গাড়িচালকের শরীর তল্লাশি করলে তিনি নিজ হাতেই স্বর্ণের প্যাকেটগুলো বের করে দেন। এর মধ্যে স্বর্ণের বারগুলো কালো স্কচটেপে মোড়ানো ছিল, আর চেইনগুলো সাদা স্কচটেপে মোড়ানো ছিল। পাঁচটি সোনার বার (৯৯.৯৬ গ্রাম করে প্রতিটি বার) পাওয়া যায়। সোনার বারগুলোর ওজন ৪৯৯.৬২ গ্রাম, স্বর্ণের চেইন এবং ব্রেসলেটের ওজন ৩২৩.৯০ গ্রাম। সবমিলে ৮২৩.৫২ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা।’

জিয়াউল আরও জানান, উদ্ধার হওয়া সোনার বার এবং স্বর্ণের চেইনের বিষয়ে ফৌজদারি আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত