Ajker Patrika

ইউপি নির্বাচনের প্রচারণায় সাংসদ, এলাকা ছাড়ার নির্দেশ ইসির

কিশোরগঞ্জ প্রতিনিধি
ইউপি নির্বাচনের প্রচারণায় সাংসদ, এলাকা ছাড়ার নির্দেশ ইসির

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। এ ঘটনায় সাংসদকে নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শুক্রবার বিকেলে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাকি আমান খানের পক্ষে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। এ ছাড়া নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। 

এ বিষয়ে জানতে সাংসদ আফজাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল কর হলেও তাঁকে পাওয়া যায়নি। 

কারপাশা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘একজন সংসদ সদস্য নিজে এসে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। এটা নিঃসন্দেহে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’ 

জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে সাংসদের প্রচারণা ও ভোট চাওয়া অবশ্যই আচরণবিধির লঙ্ঘন। নির্বাচন কমিশনের উপসচিবের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাচন অফিস, উপজেলা প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানিয়েছি। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত