নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় আজ রোববার প্রায় সব কারখানাই খোলা ছিল। এসব কারখানার শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ করছেন। তবে নানা কারণে ১৭টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।
পুলিশ জানায়, শ্রম আইনের ১৩ (১) ধারায় রোববার ১১টি কারখানা বন্ধ ছিল। শ্রমিকেরা বিক্ষোভ করায় রোববারের জন্য ছুটি ঘোষণা করে ছয়টি কারখানা।
পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আগের মতোই অব্যাহত রয়েছে। কারখানার আশপাশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। বিভিন্ন কারখানার সামনেও তাঁদের অবস্থান লক্ষ্য করা গেছে।
জানা যায়, গতকাল রোববার বেলা ১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। পুলিশ তাঁদের নিবৃত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। এ সময় অন্তত তিনজন শ্রমিক আহত হন বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘পরিস্থিতি উন্নতি হওয়ায় প্রায় সব কারখানাই খুলে দেওয়া হয়েছে। শ্রমিকেরা কাজও করছেন। গুটিকয়েক কারখানার অভ্যন্তরীণ সমস্যার কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। শ্রমিকেরা কাজ করতে আগ্রহী। কিন্তু কারখানা মালিকদের আন্তরিকতার অভাবে সমস্যার সমাধান হচ্ছে না।’
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ‘আজকে মোট ১১টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। আর ছয়টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেসব কারখানা বন্ধ আছে সেগুলো চালু করতে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে যাতে কর্ম চাঞ্চল্য ফিরে আসে সেটার প্রচেষ্টা চলছে।’
ঢাকার আশুলিয়ায় আজ রোববার প্রায় সব কারখানাই খোলা ছিল। এসব কারখানার শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ করছেন। তবে নানা কারণে ১৭টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।
পুলিশ জানায়, শ্রম আইনের ১৩ (১) ধারায় রোববার ১১টি কারখানা বন্ধ ছিল। শ্রমিকেরা বিক্ষোভ করায় রোববারের জন্য ছুটি ঘোষণা করে ছয়টি কারখানা।
পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আগের মতোই অব্যাহত রয়েছে। কারখানার আশপাশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। বিভিন্ন কারখানার সামনেও তাঁদের অবস্থান লক্ষ্য করা গেছে।
জানা যায়, গতকাল রোববার বেলা ১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। পুলিশ তাঁদের নিবৃত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। এ সময় অন্তত তিনজন শ্রমিক আহত হন বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘পরিস্থিতি উন্নতি হওয়ায় প্রায় সব কারখানাই খুলে দেওয়া হয়েছে। শ্রমিকেরা কাজও করছেন। গুটিকয়েক কারখানার অভ্যন্তরীণ সমস্যার কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। শ্রমিকেরা কাজ করতে আগ্রহী। কিন্তু কারখানা মালিকদের আন্তরিকতার অভাবে সমস্যার সমাধান হচ্ছে না।’
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ‘আজকে মোট ১১টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। আর ছয়টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেসব কারখানা বন্ধ আছে সেগুলো চালু করতে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে যাতে কর্ম চাঞ্চল্য ফিরে আসে সেটার প্রচেষ্টা চলছে।’
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৮ ঘণ্টা আগে