নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে কাভার্ডভ্যান ভর্তি ২৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চৌধুরী।
এর আগে গতকাল সোমবার রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার গকুলনগর এলাকা তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন—নীলফামারী সদর থানা পঞ্চপুকুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. মুশফিকুর রহমান আকাশ (৩৭), যশোরের বেনাপোল থানার দিঘিরপাড় এলাকার মমরেজ গাজীর ছেলে মো. মুছা গাজী (৩৫) ও একই থানার দাইন্নাখোলা এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. শরীফুল হোসেন (৩৩)।
অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গকুলনগর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশের স্থানে রাখা একটি কাভার্ড ভ্যান জব্দ করে। এ সময় ওই ভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করাসহ তিনজনকে আটক করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ২০ হাজার টাকা। আটকেরা পরিবেশের জন্য ক্ষতিকর এসব নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাজারজাতকরণের জন্য সিলেট যাওয়ার পথে ওই স্থানে থামে কাভার্ড ভ্যানটি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাজারজাতকরণের ঘটনায় আটকদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলার প্রস্তুতি চলছে।
নরসিংদীতে কাভার্ডভ্যান ভর্তি ২৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চৌধুরী।
এর আগে গতকাল সোমবার রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার গকুলনগর এলাকা তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন—নীলফামারী সদর থানা পঞ্চপুকুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. মুশফিকুর রহমান আকাশ (৩৭), যশোরের বেনাপোল থানার দিঘিরপাড় এলাকার মমরেজ গাজীর ছেলে মো. মুছা গাজী (৩৫) ও একই থানার দাইন্নাখোলা এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. শরীফুল হোসেন (৩৩)।
অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গকুলনগর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশের স্থানে রাখা একটি কাভার্ড ভ্যান জব্দ করে। এ সময় ওই ভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করাসহ তিনজনকে আটক করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ২০ হাজার টাকা। আটকেরা পরিবেশের জন্য ক্ষতিকর এসব নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাজারজাতকরণের জন্য সিলেট যাওয়ার পথে ওই স্থানে থামে কাভার্ড ভ্যানটি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাজারজাতকরণের ঘটনায় আটকদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলার প্রস্তুতি চলছে।
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
১১ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৩৪ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
৩৯ মিনিট আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে