Ajker Patrika

 ২৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ৩ 

নরসিংদী প্রতিনিধি
 ২৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ৩ 

নরসিংদীতে কাভার্ডভ্যান ভর্তি ২৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চৌধুরী। 

এর আগে গতকাল সোমবার রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার গকুলনগর এলাকা তাঁদের আটক করা হয়। 

আটকেরা হলেন—নীলফামারী সদর থানা পঞ্চপুকুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. মুশফিকুর রহমান আকাশ (৩৭), যশোরের বেনাপোল থানার দিঘিরপাড় এলাকার মমরেজ গাজীর ছেলে মো. মুছা গাজী (৩৫) ও একই থানার দাইন্নাখোলা এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. শরীফুল হোসেন (৩৩)। 

অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গকুলনগর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশের স্থানে রাখা একটি কাভার্ড ভ্যান জব্দ করে। এ সময় ওই ভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করাসহ তিনজনকে আটক করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ২০ হাজার টাকা। আটকেরা পরিবেশের জন্য ক্ষতিকর এসব নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাজারজাতকরণের জন্য সিলেট যাওয়ার পথে ওই স্থানে থামে কাভার্ড ভ্যানটি। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, নিষিদ্ধ পলিথিন পরিবহন ও বাজারজাতকরণের ঘটনায় আটকদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত