Ajker Patrika

শ্রীপুরে ইউনিয়ন পরিষদ বিএনপির মেম্বারদের দ্বারা পরিচালিত করার দাবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
শ্রীপুরে কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবিতে বিএনপির মানববন্ধনের আয়োজন করে। ছবি: আজকের পত্রিকা
শ্রীপুরে কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবিতে বিএনপির মানববন্ধনের আয়োজন করে। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের ‘প্রেতাত্মা’ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দাবি করে ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ মুক্ত করার এবং বিএনপির মেম্বারদের দিয়ে পরিচালনা করার দাবি জানিয়েছেন শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতা।

কাওরাইদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবিতে আজ রোববার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়ন বিএনপির ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মো. আতাউর রহমান আতা বলেন, ‘আমাদের একটি কথাই গত ১৭ বছরে বিনা ভোটে অন্যায়ভাবে চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হয়েছে। আমাদের বিএনপির যে দুজন মেম্বার ছিল তাদের একটুও মূল্যায়ন করা হয় নাই। বিগত বছরগুলোতে বিএনপির মেম্বাররা অনেক জ্বালা-যন্ত্রণা ভোগ করেছে। আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের দোসর মেম্বারদের কোনো অবস্থাতেই এই ইউনিয়ন পরিষদে স্থান দিব না। স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ইউনিয়ন পরিষদ হবে বিএনপির মেম্বারদের ধারা পরিচালিত ইউনিয়ন পরিষদ। এই জন্য যা যা করা দরকার আমরা কাওরাইদ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ তা করে যাব।’

এ সময় আরও বক্তব্য দেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদদ হোসেন মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন মণ্ডল, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত