Ajker Patrika

ডুমাইনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়: রেলপথমন্ত্রী

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২২: ২১
ডুমাইনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়: রেলপথমন্ত্রী

‘ডুমাইনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দেশে আইন আছে, শৃঙ্খলা বাহিনী আছে। যদি তারা অপরাধ করে থাকে, তাদের আইনের আওতায় আনা যেত। আমরা বাঙালি এটা সম্প্রীতির বাংলাদেশ। এই দেশে হিন্দু-মুসলিম ভাই ভাই হিসেবে অনেক দিন ধরেই বসবাস করে আসছি।’

জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাঙ্গণে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ডুমাইনে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ দুই নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার কথা উল্লেখ করেন মন্ত্রী আরও বলেন, ‘হত্যাকাণ্ড কোনো ধর্মেই সমর্থন করে না। বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে কেউ পার পায় নাই। ফেসবুকে গুজব ছড়িয়ে যারা ফায়দা লুটতে চায়, তাদের প্রশাসন কঠোর হতে দমন করবে, এমনটা প্রত্যাশা করি।’

মন্ত্রী আরও বলেন, ‘আপনারা কেউ ভয় পাবেন না। এই এলাকাটি একটি শান্তিপূর্ণ এলাকা, এখানে এসে কেউ অরাজকতা তৈরি করতে পারবে না। আমরা হিন্দু-মুসলমান সবাই মিলে এই জঙ্গল ইউনিয়নের কোনো এলাকাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না।’

রেলমন্ত্রী বলেন, ‘আমাদের সবার রক্ত একই। কেউই হিন্দু বা মুসলিম হয়ে জন্ম নেয় না। আমাদের ধর্মে আছে, আপনার প্রতিবেশী খেয়ে আছে নাকি না খেয়ে আছে সেটা খোঁজ নিতে হবে এবং তার খাবারের ব্যবস্থা করতে হবে। সে হিন্দু হোক বা মুসলিম।’

বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নারোদ বাছাড়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশাহ আলমগীর প্রমুখ।

গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে কালীমন্দিরে আগুন দেওয়ার অভিযোগে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে ডুমাইন ও পার্শ্ববর্তী বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত