গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানাহাজত থেকে ছাড়ার পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতির কথা স্বীকার করল পুলিশ। এ ঘটনায় বাসন থানার দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কাছে সুপারিশ করা হয়েছে।
আজ সোমবার বেলা ২টায় নিজ কার্যালয়ের সভাকক্ষে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
সাময়িক বরখাস্ত হওয়া দুই এএসআই হলেন—মাহবুবুর রহমান ও নুরুল ইসলাম। এ ছাড়া প্রত্যাহার হওয়া ওসি হলেন মালেক খসরু খান।
এর আগে অনলাইনে বিট কয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে গত ১৭ জানুয়ারি রাতে রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে গাজীপুর মহানগরীর বাসন থানা-পুলিশ। পরে রাতেই তাঁকে স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কেন্দ্র করে পরদিন ১৮ জানুয়ারি সকালে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনা তদন্তে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন উপকমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান, অতিরিক্ত উপকমিশনার খায়রুল ইসলাম।
এ ঘটনায় মৃত রবিউল ইসলাম গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারাবাগান এলাকার ভাড়া বাসায় থেকে সুতার ব্যবসা করতেন। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার শাহজাদপুর গ্রামের আব্দুল বাকীর ছেলে।
সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার বলেন, থানা হেফাজতে ব্যবসায়ী রবিউল ইসলামের মৃত্যু হয়নি। এটা নিশ্চিত হওয়া গেছে। তদন্ত কমিটি নিহত রবিউলের পরিবারের সদস্য, তাঁর বাসার আশপাশের মানুষজন এবং এর সঙ্গে যুক্ত-অযুক্ত ৮৭ জনের সাক্ষাৎকার নিয়েছে। তবে তাঁদের মধ্য থেকে কেউ কেউ বলেছেন, রবিউলকে পুলিশ তাঁর মৃত্যুর কয়েক দিন আগেই আটক করেছিল।
মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘রবিউল ইসলামকে আটকের পর রাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার সময় পুলিশের উচিত ছিল তাঁকে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দেওয়া। কিন্তু তা করা হয়নি। থানা থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানো, থানার সিসিটিভি ক্যামেরা বিকল হওয়াসহ প্রভৃতি বিষয়ে আমাদের মনে হয়েছে, পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি ছিল।’
পুলিশ কমিশনার আরও বলেন, ‘বাসন থানায় সিসিটিভির মনিটরিং ছিল। ঘটনার কয়েক দিন আগে কেন সিসিটিভি অকার্যকর ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা মহানগর পুলিশের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে। কেউ কেউ হয়তো ভিন্ন বক্তব্য দিয়ে থাকতে পারেন। আমরা সিসিটিভি ক্যামেরার কার্যক্রম শক্তিশালী করার জন্য জিএমপি হেডকোয়ার্টার্স থেকে মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। এতে কে বা কারা ক্যামেরা বন্ধ বা ক্ষতিসাধন করছে অথবা বন্ধ করে রাখছে, তা ধরা পড়বে। তদন্ত কমিটি প্রাথমিকভাবে যেসব বিষয় হাতে পেয়েছেন, তারই আলোকে বাসন থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরুর ব্যাপারে মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তদন্ত এখনো শেষ হয়নি, অধিক মেয়াদে তদন্ত করা হচ্ছে। কিছু বিষয় তদন্তে বেরিয়ে এলে প্রকৃত ঘটনা জানা যাবে। তা ছাড়া রবিউলকে জুয়া খেলার যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, সে অভিযোগটি সঠিক ছিল কি না, তা-ও তদন্ত করা হচ্ছে। আমরা ঘটনা প্রসিডিংয়ের জন্য একটা সুপারিশমালা তৈরি করেছি, যার ভিত্তিতে অনুসন্ধান করে বিস্তারিত বেরিয়ে আসবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জিয়া ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. দেলোয়ার হোসেন, উপপুলিশ কমিশনাররাসহ অন্যান্য কর্মকর্তা।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানাহাজত থেকে ছাড়ার পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতির কথা স্বীকার করল পুলিশ। এ ঘটনায় বাসন থানার দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কাছে সুপারিশ করা হয়েছে।
আজ সোমবার বেলা ২টায় নিজ কার্যালয়ের সভাকক্ষে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
সাময়িক বরখাস্ত হওয়া দুই এএসআই হলেন—মাহবুবুর রহমান ও নুরুল ইসলাম। এ ছাড়া প্রত্যাহার হওয়া ওসি হলেন মালেক খসরু খান।
এর আগে অনলাইনে বিট কয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে গত ১৭ জানুয়ারি রাতে রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে গাজীপুর মহানগরীর বাসন থানা-পুলিশ। পরে রাতেই তাঁকে স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কেন্দ্র করে পরদিন ১৮ জানুয়ারি সকালে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনা তদন্তে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন উপকমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান, অতিরিক্ত উপকমিশনার খায়রুল ইসলাম।
এ ঘটনায় মৃত রবিউল ইসলাম গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারাবাগান এলাকার ভাড়া বাসায় থেকে সুতার ব্যবসা করতেন। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার শাহজাদপুর গ্রামের আব্দুল বাকীর ছেলে।
সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার বলেন, থানা হেফাজতে ব্যবসায়ী রবিউল ইসলামের মৃত্যু হয়নি। এটা নিশ্চিত হওয়া গেছে। তদন্ত কমিটি নিহত রবিউলের পরিবারের সদস্য, তাঁর বাসার আশপাশের মানুষজন এবং এর সঙ্গে যুক্ত-অযুক্ত ৮৭ জনের সাক্ষাৎকার নিয়েছে। তবে তাঁদের মধ্য থেকে কেউ কেউ বলেছেন, রবিউলকে পুলিশ তাঁর মৃত্যুর কয়েক দিন আগেই আটক করেছিল।
মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘রবিউল ইসলামকে আটকের পর রাতে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার সময় পুলিশের উচিত ছিল তাঁকে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দেওয়া। কিন্তু তা করা হয়নি। থানা থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানো, থানার সিসিটিভি ক্যামেরা বিকল হওয়াসহ প্রভৃতি বিষয়ে আমাদের মনে হয়েছে, পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি ছিল।’
পুলিশ কমিশনার আরও বলেন, ‘বাসন থানায় সিসিটিভির মনিটরিং ছিল। ঘটনার কয়েক দিন আগে কেন সিসিটিভি অকার্যকর ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা মহানগর পুলিশের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে। কেউ কেউ হয়তো ভিন্ন বক্তব্য দিয়ে থাকতে পারেন। আমরা সিসিটিভি ক্যামেরার কার্যক্রম শক্তিশালী করার জন্য জিএমপি হেডকোয়ার্টার্স থেকে মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। এতে কে বা কারা ক্যামেরা বন্ধ বা ক্ষতিসাধন করছে অথবা বন্ধ করে রাখছে, তা ধরা পড়বে। তদন্ত কমিটি প্রাথমিকভাবে যেসব বিষয় হাতে পেয়েছেন, তারই আলোকে বাসন থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরুর ব্যাপারে মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তদন্ত এখনো শেষ হয়নি, অধিক মেয়াদে তদন্ত করা হচ্ছে। কিছু বিষয় তদন্তে বেরিয়ে এলে প্রকৃত ঘটনা জানা যাবে। তা ছাড়া রবিউলকে জুয়া খেলার যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, সে অভিযোগটি সঠিক ছিল কি না, তা-ও তদন্ত করা হচ্ছে। আমরা ঘটনা প্রসিডিংয়ের জন্য একটা সুপারিশমালা তৈরি করেছি, যার ভিত্তিতে অনুসন্ধান করে বিস্তারিত বেরিয়ে আসবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জিয়া ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. দেলোয়ার হোসেন, উপপুলিশ কমিশনাররাসহ অন্যান্য কর্মকর্তা।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে