মাদারীপুর-৩: এবার ডাসার থানার ওসিকে প্রত্যাহার

মাদারীপুর প্রতিনিধি
Thumbnail image

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। আজ সোমবার নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। 

মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছেন। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোছা তাহমিনা বেগম। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ডাসার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ আসে।’ 

এর আগে গতকাল রোববার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় একই (মাদারীপুর-৩) আসনের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত