রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। গত মঙ্গলবার বেলা ২টা থেকে শুরু হওয়া ভাঙনে ইতিমধ্যে উপজেলার সাহারখোলা ও আব্দুল্লাহচরের ৬০০ থেকে ৮০০ মিটার বাঁধসহ জমি বিলীন হয়ে গেছে।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, মেঘনা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙন শুরু হয়েছে। নদীভাঙনকবলিত এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রবল স্রোতে নদীতীরে বড় বড় ফাটল ধরেছে। কয়েক একর জায়গাজুড়ে একের পর এক মাটি আছড়ে পড়ছে নদীতে। ভাঙন দেখতে অনেকে ভিড় করেছে।
স্থানীয় বাসিন্দা মো. কাওছার ও আসিফ মিয়া জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীতীর ঘেঁষে বালু উত্তোলনের ফলে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকিতে রয়েছে উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর, রায়পুরা ইউনিয়নের সাহারখোলা এবং শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, একটি কোম্পানির কাছে নদীর বালু বিক্রি করে বেশ কয়েকটি চক্র শতকোটি টাকা কামিয়ে নিয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৫ এপ্রিল উপজেলার মেঘনা নদীতে কাতলার চর মৌজার দক্ষিণ পাশে এক কিলোমিটার চর ড্রেজিংয়ের ইজারা পায় আওয়ামী লীগ নেতা আশরাফ হোসেন সরকারের মালিকানাধীন মেসার্স আশরাফ হোসেন ট্রেডার্স। এর পর থেকে ইজারাকৃত স্থান ছাড়াও মেঘনার বিভিন্ন স্থান থেকে বালু তোলা হচ্ছে।
নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ বলেন, কাতলার চর মৌজার দক্ষিণ পাশের এক কিলোমিটার চর ড্রেজিংয়ের জন্য পাউবোর পক্ষ থেকে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু সীমানা অতিক্রম করে নদীজুড়ে বালু উত্তোলন করছে বলে জানা যায়। পরে গতকাল পাউবোর একটি টিম ভাঙন এলাকা পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, ‘ভাঙনের কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ভাঙনের কারণ খুঁজে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। গত মঙ্গলবার বেলা ২টা থেকে শুরু হওয়া ভাঙনে ইতিমধ্যে উপজেলার সাহারখোলা ও আব্দুল্লাহচরের ৬০০ থেকে ৮০০ মিটার বাঁধসহ জমি বিলীন হয়ে গেছে।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, মেঘনা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙন শুরু হয়েছে। নদীভাঙনকবলিত এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রবল স্রোতে নদীতীরে বড় বড় ফাটল ধরেছে। কয়েক একর জায়গাজুড়ে একের পর এক মাটি আছড়ে পড়ছে নদীতে। ভাঙন দেখতে অনেকে ভিড় করেছে।
স্থানীয় বাসিন্দা মো. কাওছার ও আসিফ মিয়া জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদীতীর ঘেঁষে বালু উত্তোলনের ফলে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকিতে রয়েছে উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর, রায়পুরা ইউনিয়নের সাহারখোলা এবং শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, একটি কোম্পানির কাছে নদীর বালু বিক্রি করে বেশ কয়েকটি চক্র শতকোটি টাকা কামিয়ে নিয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৫ এপ্রিল উপজেলার মেঘনা নদীতে কাতলার চর মৌজার দক্ষিণ পাশে এক কিলোমিটার চর ড্রেজিংয়ের ইজারা পায় আওয়ামী লীগ নেতা আশরাফ হোসেন সরকারের মালিকানাধীন মেসার্স আশরাফ হোসেন ট্রেডার্স। এর পর থেকে ইজারাকৃত স্থান ছাড়াও মেঘনার বিভিন্ন স্থান থেকে বালু তোলা হচ্ছে।
নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ বলেন, কাতলার চর মৌজার দক্ষিণ পাশের এক কিলোমিটার চর ড্রেজিংয়ের জন্য পাউবোর পক্ষ থেকে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু সীমানা অতিক্রম করে নদীজুড়ে বালু উত্তোলন করছে বলে জানা যায়। পরে গতকাল পাউবোর একটি টিম ভাঙন এলাকা পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, ‘ভাঙনের কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ভাঙনের কারণ খুঁজে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ মাস্টারের নেতৃত্বে রাতের আঁধারে আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তিন যুগেরও বেশি সময় থাকা একটি দোকানকে সরিয়ে রাস্তায় ফেলে রেখে আরও একটি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে ওই বিএনপি নেতার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগেবরিশাল নগরের শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ৯ বছর আগে উদ্বোধন হয় গ্রিন সিটি পার্ক। ঐতিহাসিক বেলস পার্কের পাশে এ পার্কটি চালুর পর থেকেই আট বছর পর্যন্ত সব শিশুর জন্য ছিল উন্মুক্ত। কিন্তু ঈদুল ফিতরের দিন থেকে দুই বছর বয়সীদেরও পার্কে প্রবেশের জন্য গুনতে হচ্ছে ১০ টাকা।
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় প্রকল্প বে টার্মিনাল নির্মাণের কাজ নতুন করে গতি পাচ্ছে। ব্রেকওয়াটার, নেভিগেশন অ্যাকসেস চ্যানেল তৈরি এবং রেল ও সড়ক সংযোগসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের মতো বড় তিনটি কাজকে একটি প্রকল্পে অন্তর্ভুক্ত করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগেভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে জমির বিরোধকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন হত্যার ঘটনায় বুধবার (২ এপ্রিল) সকালে মামলা করা হয়েছে। নিহত জামাল উদ্দিনের ছেলে লিটন বাদী হয়ে ২১ জনকে আসামি করে ভোলা সদর মডেল থানায় এ মামলা করেন। এদিকে বিএনপি নেতা হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার...
৬ ঘণ্টা আগে