Ajker Patrika

যুবদলের ৬ নেতা-কর্মীর ২৭ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুবদলের ৬ নেতা-কর্মীর ২৭ মাসের কারাদণ্ড

বেআইনি সমাবেশ ও যানবাহনের ক্ষতিসাধনের দায়ে রাজধানীর গুলশান থানায় ৬ বছর আগে করা মামলায় যুবদলের ছয় নেতা-কর্মীকে ২৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় দেন। 

দণ্ডিত আসামিরা হলেন—নবী, স্বাধীন, রুবেল, কামাল, খায়রুল ইসলাম ও ওয়াসিম চৌধুরী। এরা সবাই গুলশান এলাকার যুবদল কর্মী। 

যানবাহনের ক্ষতিসাধনের দায়ে তাঁদের দুই বছর এবং বেআইনি সমাবেশের দায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর গুলশানের ৮৬ নং রোডে পুলিশের নিষেধ অমান্য করে যুবদলের নেতা-কর্মীরা বেআইনি সমাবেশ করেন। পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং রাস্তায় গাড়ি ভাঙচুর করা হয়। 

এ ঘটনায় ওই দিনই গুলশান থানার এসআই নূর আলম মাসুম সিদ্দিকী মামলাটি করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ মার্চ একই থানার এসআই খোরশেদ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত