উত্তরা (ঢাকা) প্রতিনিধি
অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার ও অপহরণের শিকার একজনকে উদ্ধার করেছে র্যাব। তাঁরা হলেন আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা (২২), রবিন মাহমুদ (২২), আসিফ আহমেদ (২৬), শারমিন (২৬) ও জাকির হোসেন (২৪)। গত বুধবার রাজধানীর দক্ষিণখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) মো. মাজাহারুল ইসলাম আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
মো. মাজাহারুল ইসলাম বলেন, অপহরণের শিকার রাশিদুস সাবরু নিলয়ের (২৪) বাবা গত মঙ্গলবার র্যাব-৪-এ একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি জানান, কতিপয় দুষ্কৃতকারী তাঁর ছেলেকে আটকে রেখে নির্যাতনের ছবি পাঠিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সেই অভিযোগের ভিত্তিতে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে গত বুধবার রাতে অপহৃত রাশিদুস সাবরু নিলয়কে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাজাহারুল ইসলাম বলেন, সাভারের রেডিও কলোনির বাসিন্দা নিলয়। তাঁর সঙ্গে অপহরণকারী চক্রের মূল হোতা আতিয়া ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। পরে নিলয়ের সঙ্গে কুশল বিনিময়ের একপর্যায়ে নীলা দেখা করতে চান এবং তাঁর বাসায় দাওয়াত দেন। নিলয় সেখানে গেলে তাঁকে গ্রেপ্তারকৃত অন্যদের সহযোগিতায় আটকে রেখে শারীরিক নির্যাতন শুরু করেন। সেই সঙ্গে নিলয়ের বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। অন্যথায় নিলয়কে মেরে ফেলার হুমকি দেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার ও অপহরণের শিকার একজনকে উদ্ধার করেছে র্যাব। তাঁরা হলেন আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা (২২), রবিন মাহমুদ (২২), আসিফ আহমেদ (২৬), শারমিন (২৬) ও জাকির হোসেন (২৪)। গত বুধবার রাজধানীর দক্ষিণখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) মো. মাজাহারুল ইসলাম আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
মো. মাজাহারুল ইসলাম বলেন, অপহরণের শিকার রাশিদুস সাবরু নিলয়ের (২৪) বাবা গত মঙ্গলবার র্যাব-৪-এ একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি জানান, কতিপয় দুষ্কৃতকারী তাঁর ছেলেকে আটকে রেখে নির্যাতনের ছবি পাঠিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সেই অভিযোগের ভিত্তিতে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে গত বুধবার রাতে অপহৃত রাশিদুস সাবরু নিলয়কে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাজাহারুল ইসলাম বলেন, সাভারের রেডিও কলোনির বাসিন্দা নিলয়। তাঁর সঙ্গে অপহরণকারী চক্রের মূল হোতা আতিয়া ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। পরে নিলয়ের সঙ্গে কুশল বিনিময়ের একপর্যায়ে নীলা দেখা করতে চান এবং তাঁর বাসায় দাওয়াত দেন। নিলয় সেখানে গেলে তাঁকে গ্রেপ্তারকৃত অন্যদের সহযোগিতায় আটকে রেখে শারীরিক নির্যাতন শুরু করেন। সেই সঙ্গে নিলয়ের বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। অন্যথায় নিলয়কে মেরে ফেলার হুমকি দেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৭ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৮ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৮ ঘণ্টা আগে