নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০ রমজানের মধ্যে শ্রমিক-কর্মচারীদের উৎসব ভাতা ও বকেয়া বেতন পরিশোধ করা না হলে অপ্রীতিকর ঘটনার দায় মালিক ও সরকারকে নিতে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে স্কপের উদ্যোগে আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশে জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, যখনই কোনো উৎসব আসে তখনই মালিকদের কান্না শুরু হয়। তাঁরা নানা অজুহাতে ঈদ বোনাস দিতে গড়িমসি শুরু করেন। মালিকেরা এবার বলছে ব্যাংকগুলো সহযোগিতা না করলে বোনাস দেওয়া তাঁদের জন্য কষ্টকর হবে। তিনি বলেন, ‘আমরা বলতে চাই, বেতন-বোনাস ব্যাংক দেবে নাকি অর্থমন্ত্রী দেবে সেটা আপনাদের আলোচনার বিষয়। আমরা ২০ রোজার মধ্যে সব কারখানায় বেতন-বোনাস চাই। যদি এর ব্যত্যয় হয় তাহলে অপ্রীতিকর ঘটনা ঘটলে তার কোনো দায় স্কপ নেবে না। তার দায় মালিক ও সরকারকেই নিতে হবে।’
জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশাহ বলেন, ২০ রমজানের মধ্যেই গার্মেন্টসসহ সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এর ব্যত্যয় হলে যদি আন্দোলন শুরু হয় তাহলে তা নিবারণ করা সরকার তো দূরের কথা, কোনো শক্তিরই নেই।
সমাবেশে বক্তারা চাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, আইন করে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা ও মহার্ঘ ভাতা চালু করার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল, শ্রমিকনেতা শামীম আরাসহ অন্যরা।
২০ রমজানের মধ্যে শ্রমিক-কর্মচারীদের উৎসব ভাতা ও বকেয়া বেতন পরিশোধ করা না হলে অপ্রীতিকর ঘটনার দায় মালিক ও সরকারকে নিতে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে স্কপের উদ্যোগে আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশে জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, যখনই কোনো উৎসব আসে তখনই মালিকদের কান্না শুরু হয়। তাঁরা নানা অজুহাতে ঈদ বোনাস দিতে গড়িমসি শুরু করেন। মালিকেরা এবার বলছে ব্যাংকগুলো সহযোগিতা না করলে বোনাস দেওয়া তাঁদের জন্য কষ্টকর হবে। তিনি বলেন, ‘আমরা বলতে চাই, বেতন-বোনাস ব্যাংক দেবে নাকি অর্থমন্ত্রী দেবে সেটা আপনাদের আলোচনার বিষয়। আমরা ২০ রোজার মধ্যে সব কারখানায় বেতন-বোনাস চাই। যদি এর ব্যত্যয় হয় তাহলে অপ্রীতিকর ঘটনা ঘটলে তার কোনো দায় স্কপ নেবে না। তার দায় মালিক ও সরকারকেই নিতে হবে।’
জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশাহ বলেন, ২০ রমজানের মধ্যেই গার্মেন্টসসহ সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এর ব্যত্যয় হলে যদি আন্দোলন শুরু হয় তাহলে তা নিবারণ করা সরকার তো দূরের কথা, কোনো শক্তিরই নেই।
সমাবেশে বক্তারা চাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, আইন করে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা ও মহার্ঘ ভাতা চালু করার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল, শ্রমিকনেতা শামীম আরাসহ অন্যরা।
রাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৭ মিনিট আগেসাতক্ষীরায় বিভিন্ন সময় হারানো ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে থানা–পুলিশ। এ ছাড়া ভুলে অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া ৭১ হাজার ৫০০ টাকা আদায় করে দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।
২৮ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এ দাবি মানা না হলে কঠোর অবস্থানে যাবেন তারা।
২৮ মিনিট আগে