Ajker Patrika

জামাইকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন শ্বশুর

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৯: ৩৩
জামাইকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন শ্বশুর

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আমিন তাঁর মেয়ের জামাই সৈয়দ আবদুল হাদি জিল্লুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।

আগামী ২৬ ডিসেম্বর ডামুড্যা উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় আজ চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই। কিন্তু এ নির্বাচনকে ঘিরে সিড্যা ইউনিয়নে বেশ কিছুদিন ধরে জনগণের মুখে একটাই কথা যে, জামাই-শ্বশুরের ভোটযুদ্ধ।

কিন্তু সাধারণ মানুষের আশায় গুড়েবালি। গতকাল রোববার সন্ধ্যায় সিড্যা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আমিন তাঁর অনুসারীদের ডেকে বিগত পাঁচ বছরের ত্রুটি-বিচ্যুতি ক্ষমা চেয়ে এবং তাঁর মেয়ের জামাই সাবেক চেয়ারম্যান আমেরিকাপ্রবাসী সৈয়দ আবদুল হাদি জিল্লুর সঙ্গে কাজ করার নির্দেশ দেন। 

এ বিষয় নিয়ে সিড্যা ইউনিয়নের নতুন ভোটার রুহুল আমিন দৈনিক আজকের পত্রিকাকে বলেন, 'জামাই-শ্বশুরের নির্বাচন এ কথা আগে অনেক শুনেছি কিন্তু কোনো দিন দেখার সুযোগ হয়নি, তাই ভাবলাম এবার মনে হয় আমাদের নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে জামাই-শ্বশুরের জমজমাট ভোটের লড়াই দেখতে পারব। শ্বশুরের মহানুভবতায় সে দৃশ্য আর আমাদের দেখা হলো না।' 

শ্বশুর আলাউদ্দিন আমিন বলেন, 'আমি বিগত পাঁচ বছর আপনাদের সেবা করার চেষ্টা করেছি, তবে সফলতার মাপকাঠি আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমি আবারও চেয়ারম্যান হয়ে আপনাদের সেবা করতে চেয়েছিলাম কিন্তু একদিকে আমার বার্ধক্যজনিত নানা সমসস্যা দেখা দিচ্ছে, অপরদিকে আমার মেয়ের জামাতা এ ইউনিয়নের প্রার্থী হয়েছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে নানান রকমের কথা বলাবলি শুরু হয়েছে। সে জন্য আমি আমার জামাতাকে সমর্থন দিয়ে এবারের নির্বাচন হতে সরে দাঁড়ালাম।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত