Ajker Patrika

গাজীপুরে অসামাজিক কার্যকলাপে অপরাধে আটক ৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে অসামাজিক কার্যকলাপে অপরাধে আটক ৫

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক লীগ নেতার বহুতল ভবনের এক বাসা থেকে অসামাজিক কার্যকলাপে অপরাধে তিনজন নারী ও দুইজন পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় বাসার মালিক সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা বহুতল ভবনের সপ্তমতলা থেকে তাদের আটক করেছে শ্রীপুর থানা-পুলিশ। 

আটককৃতরা হলেন, বাবলী (২৫), স্নিগ্ধ (২৭). হোসনে আরা (৩০), তারা মিয়া (৩২) ও জয় শীল (২০) 

স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, অনেক দিন ধরে এই ভবনের বাসা ভাড়ার আড়ালে পতিতা ব্যবসা পরিচালনা করে আসছে। এর ছয় মাস আগে এই ভবন থেকে অসামাজিক কার্যকলাপে জন্য কয়েকজনকে আটক করেছিল স্থানীয়রা।  

বহুতল ভবনের মালিক শ্রমিক লীগ নেতা মো. সাইফুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। 

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মো. সজীব হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত