Ajker Patrika

‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে ঢুকতে লাগবে করোনা নেগেটিভ সনদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২১: ৩৫
‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে ঢুকতে লাগবে করোনা নেগেটিভ সনদ

‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে প্রবেশ করতে হলে করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের করোনা পরীক্ষার জন্য ১০টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মুজিববর্ষ উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। 

আজ সোমবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, কোভিড-১৯-এর জন্য স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১০টি পয়েন্টে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদসহ দেশি-বিদেশি অতিথিদের ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে যোগ দিতে হবে। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে মুজিববর্ষ উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে আগামী ১৬-১৭ ডিসেম্বর ২০২১ পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় পতাকা হাতে দেশের সর্বস্তরের মানুষ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানান ড. কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজনের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রথম দিন অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণ করানো হবে। 

শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনাপর্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মানীয় অতিথির বক্তব্য রাখবেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে সম্মানীয় অতিথির হাতে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধাস্মারক তুলে দেবেন শেখ রেহানা। 

প্রতি দিনের অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে বিভিন্ন বেসরকারি চ্যানেল ও মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানের সময় সম্পর্কে ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১৬ ডিসেম্বর ২০২১ তারিখের অনুষ্ঠান বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। সন্ধ্যা ৫টা থেকে ২৫ মিনিটের বিরতি থাকবে। দ্বিতীয় দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, যা সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হয়ে চলবে ৭টা পর্যন্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত