রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী লতিফ কাজীকে (৩৯) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ ও ২য় জজ আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত লতিফ কাজী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মতিয়ার কাজীর ছেলে।
রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ১৯ জানুয়ারি রাতে স্ত্রী মোসা. বিউটি বেগমকে (৩০) দা দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে স্বামী লতিফ কাজী।
পরে বিউটির বাবা বিল্লাল মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় লতিফ কাজীকে আসামি করে হত্যা মামলা করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দিয়েছে। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী লতিফ কাজীকে (৩৯) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ ও ২য় জজ আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত লতিফ কাজী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মতিয়ার কাজীর ছেলে।
রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ১৯ জানুয়ারি রাতে স্ত্রী মোসা. বিউটি বেগমকে (৩০) দা দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে স্বামী লতিফ কাজী।
পরে বিউটির বাবা বিল্লাল মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় লতিফ কাজীকে আসামি করে হত্যা মামলা করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দিয়েছে। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর আকার বৃদ্ধি এবং সংস্কারকাজ চলছে ধীর গতিতে। এদিকে নদী পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী তিনটি ইউনিয়নের মানুষ। বিকল্প হিসেবে কাঠের মই ব্যবহার করে সেতুতে উঠে হেঁটে পার হচ্ছেন স্থানীয়রা।
১৩ মিনিট আগেচট্টগ্রামে আদালতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তাঁর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা
১৭ মিনিট আগেভুয়া কাগজপত্র দিয়ে ভোটার হতে এসে নীলফামারীতে গ্রেপ্তার হলেন চার রোহিঙ্গা যুবক। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
৩১ মিনিট আগেমাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর পাড়ায় নবগঙ্গা নদীর ওপরে নির্মিত ২ কোটি টাকার আরসিসি গার্ডার সেতুটি কাজে আসছে না। সেতুর সংযোগ সড়ক না থাকায় চলাচল ব্যাহত হচ্ছে। সেতু নির্মাণের স্থান নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের স্থান নির্বাচন সঠিক স্থানেও হয়নি। কবে সেতুর এই সম
৩২ মিনিট আগে