Ajker Patrika

ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

ফরিদপুর ও নগরকান্দা প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ২০: ১০
ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

ফরিদপুরের নগরকান্দায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন যদুর দিয়া নামক এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তারা বাস যাত্রী। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

নিহতরা হলেন—পাবনা জেলার সদর উপজেলার নাজিরপুর গ্রামের ট্রাকচালক রাজু (৩০), সহকারী একই গ্রামের রওশন আলীর ছেলে সুমন আলী (২৯)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, ফরিদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটা বাস ও ফরিদপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে বাস ও পিকআপের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। 

দুর্ঘটনার সময় বাস-পিকআপ ছিটকে গিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এতে ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত