দুই বছরের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে মা–ছেলের মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১৬: ৩৮
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০১: ০০

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পরে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মনসা রানী বিশ্বাস (৫৫)। আজ শনিবার দুপুর ১টার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনে কাটা পরে মারা যান তিনি। উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর আগে, ২০২১ সালে ট্রেনে কাটা পড়ে তাঁর ছেলের মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, মনসা রানী মানসিক সমস্যায় ভুগছিলেন। ছেলের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন। 

 ২০২১ সালের ১২ ডিসেম্বর মনসা রানীর ছেলে সাগর বিশ্বাস (১৯) একইভাবে ট্রেনে কাটা পড়ে নিহত হন। তিনি কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইনের ওপর বসে গান শুনছিলেন। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেন তিনি। 

ঘটনাস্থলে ভিড় করেন এলাকাবাসীনিহতের স্বামী যতীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘আমার স্ত্রী ৭-৮ বছর ধরে মানুসিক সমস্যায় ভুগছে। তারপরে আবার দু বছর আগে আমার ছেলেও ট্রেনে কাটা পড়ে মারা যায়। এরপর থেকে সে আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।’ 

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মনসা বিশ্বাস নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর সন্তান সাগর বিশ্বাস ২০২১ সালে ট্রেনে কাটা পড়ে মারা যায়। মনসার মরদেহ উদ্ধারে সেখানে একজন উপপরিদর্শক পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত