সাটুরিয়ায় গোয়ালঘরে আগুনে পুড়ল ৩ গবাদিপশু, নিঃস্ব পরিবার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫৪
Thumbnail image

মানিকগঞ্জের সাটুরিয়ায় গোয়ালঘরে আগুন লেগে দুটি গরু ও একটি ছাগল পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। এতে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। গতকাল শুক্রবার রাতে উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ মধ্যকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

আগুনে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হরগজ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আলী হোসেন। 

স্থানীয় লোকজন ও ভুক্তভোগী পরিবার জানায়, গতকাল রাত ৯টার দিকে স্থানীয় বাসিন্দা রহমানের গোয়ালঘরে আগুন লাগে। প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে তাঁর দুটো গরু ও একটি ছাগলসহ গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। 

ভুক্তভোগী রহমান (৪৮) বলেন, ‘গরু-ছাগল বিক্রি করেই আমাদের সংসার চলত। আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। এতে ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন আমরা কী খেয়ে বাঁচব! কীভাবে আগুন লাগছে তা আমি জানি না।’ 

সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত