নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পয়লা বৈশাখ ঘিরে কোনো হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ শনিবার রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করতে এসে এ কথা জানান তিনি। এ ছাড়া, বৈশাখকেন্দ্রিক সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘বৈশাখের এই অনুষ্ঠানে আগে নৃশংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। এ জন্য সব বিষয় মাথায় রেখেই ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার সুনির্দিষ্টভাবে হামলার কোনো আশঙ্কা নেই। হামলার আশঙ্কার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
পয়লা বৈশাখ ঘিরে নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘সব অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকায় যেসব স্থানে অনুষ্ঠান হবে, প্রতিটি স্থান সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।’
ডিএমপি কমিশনার আরও জানান, অনুষ্ঠানস্থল ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠান শুরুর আগে অনুষ্ঠানস্থল সুইপ করা হবে উন্নত ইকুইপমেন্ট দিয়ে। ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট তাদের মহড়া করেছে। তারা কোথায় দায়িত্ব পালন করবে কীভাবে কাজ করবে সে বিষয়েও মহড়া দিয়েছে।
যানবাহন চলাচলের ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। আজ সন্ধ্যা ও আগামীকাল পর্যন্ত কিছু জায়গায় ডাইভারশন দেওয়া হবে নিরাপত্তার স্বার্থে। যাঁরা গাড়ি চালাবেন, তাঁদের প্রতি অনুরোধ, তাঁরা যেন পুলিশকে সহায়তা করেন। পুলিশের যেসব নির্দেশনা থাকবে, তারা যেন সেগুলো পালন করে।’
তিনি জানান, অনুষ্ঠানস্থল ও বাইরে ডিএমপির ডিটেকটিভ ব্রাঞ্চ ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে, এরপর আর প্রবেশ করা যাবে না। সব অনুষ্ঠান ৫টার মধ্যে শেষ করতে হবে, এরপর আর কাউকে এখানে থাকতে দেওয়া হবে না।
পয়লা বৈশাখ ঘিরে কোনো হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ শনিবার রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করতে এসে এ কথা জানান তিনি। এ ছাড়া, বৈশাখকেন্দ্রিক সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘বৈশাখের এই অনুষ্ঠানে আগে নৃশংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। এ জন্য সব বিষয় মাথায় রেখেই ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার সুনির্দিষ্টভাবে হামলার কোনো আশঙ্কা নেই। হামলার আশঙ্কার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
পয়লা বৈশাখ ঘিরে নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘সব অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকায় যেসব স্থানে অনুষ্ঠান হবে, প্রতিটি স্থান সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।’
ডিএমপি কমিশনার আরও জানান, অনুষ্ঠানস্থল ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠান শুরুর আগে অনুষ্ঠানস্থল সুইপ করা হবে উন্নত ইকুইপমেন্ট দিয়ে। ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট তাদের মহড়া করেছে। তারা কোথায় দায়িত্ব পালন করবে কীভাবে কাজ করবে সে বিষয়েও মহড়া দিয়েছে।
যানবাহন চলাচলের ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। আজ সন্ধ্যা ও আগামীকাল পর্যন্ত কিছু জায়গায় ডাইভারশন দেওয়া হবে নিরাপত্তার স্বার্থে। যাঁরা গাড়ি চালাবেন, তাঁদের প্রতি অনুরোধ, তাঁরা যেন পুলিশকে সহায়তা করেন। পুলিশের যেসব নির্দেশনা থাকবে, তারা যেন সেগুলো পালন করে।’
তিনি জানান, অনুষ্ঠানস্থল ও বাইরে ডিএমপির ডিটেকটিভ ব্রাঞ্চ ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে, এরপর আর প্রবেশ করা যাবে না। সব অনুষ্ঠান ৫টার মধ্যে শেষ করতে হবে, এরপর আর কাউকে এখানে থাকতে দেওয়া হবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
৫ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
৮ মিনিট আগেচাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
১২ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মাঝিয়াড়া শ্মশান এলাকার নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে