Ajker Patrika

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় আরও একজনের মৃত্যু  

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় আরও একজনের মৃত্যু  

নরসিংদীর রায়পুরায় নির্বাচনী সহিংসতায় ফরিদ মিয়া (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় উত্তরবাখর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। 
 
নিহত ফরিদ মিয়া উত্তরবাখর নগর গ্রামের মজিবুর রহমানের ছেলে। এর আগে সন্ধ্যায় চান্দেরকান্দি ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে আরিফ মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, উত্তরবাখর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনার সময় ভোট কমবেশি পাওয়া নিয়ে ৫ নং ওয়ার্ডের মেম্বার পদে দুই প্রতিদ্বন্দ্বী সোহাগ মিয়া ও পণ্ডিত মেম্বারের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহতাবস্থায় ফরিদ মিয়া কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত