Ajker Patrika

রায়পুরায় দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, মোট মৃত্যু ৪ 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, মোট মৃত্যু ৪ 

নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে রেলক্রসিংয়ের দুর্ঘটনায় আরও একজন মারা যান। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট চারজন মারা গেলেন। সর্বশেষ নিহত ব্যক্তির নাম আনোয়ারুল ইসলাম (২৬)। তিনি ময়মনসিংহ তারাকান্দার কালা মিয়ার ছেলে। 

ঢাকা নেওয়ার পথে সাড়ে ৫টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদির। এর আগে আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত অন্য তিনজন হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কালিহর মাইজপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে সুজাত মিয়া (২৫), একই এলাকার ইব্রাহীম খানের ছেলে আনিস খান (২৪) ও আব্দুর রশিদের ছেলে শাহীন মিয়া (২৩)। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসনাবাদ বাজার রোড থেকে রায়পুরা নরসিংদী মহাসড়কে আসার পথে একটি পিকআপ ভ্যান অরক্ষিত হাসনাবাদ রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ৫১৭ ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। এতে আহত হয় আরও তিনজন। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালের নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। 

এ ঘটনার পর দুজন ঘটনাস্থলে নিহত হন। বাকি আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসাধীন একজন নিহত হন। পরে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে আনোয়ার মারা যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

পাগল বেশে মেয়েদের উত্ত্যক্তকারী সেই তরুণ গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত