নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বসুন্ধরা এলাকায় বাসায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এমন মন্তব্য করেন।
এর আগে বিষয়টি আদালতের নজরের আনেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। এ সময় আদালত বলেন, ‘বিষয়টি পত্রিকায় পড়েছি। এটা খুবই হৃদয়বিদারক।’
সারোয়ার হোসেন বলেন, ‘আমারও বাচ্চা আছে। দুই শিশুর মৃত্যুতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাদের মৃত্যুর জন্য ফৌজদারি মামলা যথেষ্ট নয়। হাইকোর্টের এই বিষয়টি দেখা উচিত। পরে আদালত বলেন, আপনি পত্রিকা দাখিল করতে পারেন।’
আইনজীবী সারোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কীভাবে মৃত্যু হয়েছে, কারা এর জন্য দায়ী, এসব বিষয় নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রোববার দাখিল করব। আমরা চাইব ওই ঘটনায় টর্ট আইনে ক্ষতিপূরণ এবং কাদের গাফিলতি সেটি খুঁজে বের করা।’
মামলার সূত্রে জানা যায়, পোকামাকড় মারতে শিশুদের বাবা মোবারক হোসেন নিজের বাসায় ওষুধ প্রয়োগে ‘ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড’ নামে একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। পেস্ট কন্ট্রোল কোম্পানিটির কর্মীরা ২ জুন পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড সমৃদ্ধ ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন। ওষুধ দেওয়ার ছয় ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে নিষেধ করা হয় বাসিন্দাদের। কোম্পানির নির্দেশনা মেনে দুই দিন পর তাঁরা ঘরে প্রবেশ করেন। এরপরেও গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন তাঁরা। দুই শিশুর মৃত্যু হয়। তাদের মা ও বাবা হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় মোবারক হোসেন ভাটারা থানায় ৫ জুন মামলা করেন। মামলায় ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অপর আসামি টিটো মোল্লাকে গত মঙ্গলবার রিমান্ডে নেওয়া হয়েছে।
রাজধানীর বসুন্ধরা এলাকায় বাসায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এমন মন্তব্য করেন।
এর আগে বিষয়টি আদালতের নজরের আনেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। এ সময় আদালত বলেন, ‘বিষয়টি পত্রিকায় পড়েছি। এটা খুবই হৃদয়বিদারক।’
সারোয়ার হোসেন বলেন, ‘আমারও বাচ্চা আছে। দুই শিশুর মৃত্যুতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাদের মৃত্যুর জন্য ফৌজদারি মামলা যথেষ্ট নয়। হাইকোর্টের এই বিষয়টি দেখা উচিত। পরে আদালত বলেন, আপনি পত্রিকা দাখিল করতে পারেন।’
আইনজীবী সারোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কীভাবে মৃত্যু হয়েছে, কারা এর জন্য দায়ী, এসব বিষয় নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রোববার দাখিল করব। আমরা চাইব ওই ঘটনায় টর্ট আইনে ক্ষতিপূরণ এবং কাদের গাফিলতি সেটি খুঁজে বের করা।’
মামলার সূত্রে জানা যায়, পোকামাকড় মারতে শিশুদের বাবা মোবারক হোসেন নিজের বাসায় ওষুধ প্রয়োগে ‘ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড’ নামে একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। পেস্ট কন্ট্রোল কোম্পানিটির কর্মীরা ২ জুন পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড সমৃদ্ধ ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন। ওষুধ দেওয়ার ছয় ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে নিষেধ করা হয় বাসিন্দাদের। কোম্পানির নির্দেশনা মেনে দুই দিন পর তাঁরা ঘরে প্রবেশ করেন। এরপরেও গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন তাঁরা। দুই শিশুর মৃত্যু হয়। তাদের মা ও বাবা হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় মোবারক হোসেন ভাটারা থানায় ৫ জুন মামলা করেন। মামলায় ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অপর আসামি টিটো মোল্লাকে গত মঙ্গলবার রিমান্ডে নেওয়া হয়েছে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৬ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৬ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৮ ঘণ্টা আগে