তেলাপোকা মারার ওষুধে দুই শিশুর মৃত্যুকে ‘হৃদয়বিদারক’ বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ২১: ২৭
আপডেট : ০৮ জুন ২০২৩, ২১: ৩৮

রাজধানীর বসুন্ধরা এলাকায় বাসায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এমন মন্তব্য করেন। 

এর আগে বিষয়টি আদালতের নজরের আনেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। এ সময় আদালত বলেন, ‘বিষয়টি পত্রিকায় পড়েছি। এটা খুবই হৃদয়বিদারক।’ 

সারোয়ার হোসেন বলেন, ‘আমারও বাচ্চা আছে। দুই শিশুর মৃত্যুতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাদের মৃত্যুর জন্য ফৌজদারি মামলা যথেষ্ট নয়। হাইকোর্টের এই বিষয়টি দেখা উচিত। পরে আদালত বলেন, আপনি পত্রিকা দাখিল করতে পারেন।’ 

আইনজীবী সারোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কীভাবে মৃত্যু হয়েছে, কারা এর জন্য দায়ী, এসব বিষয় নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রোববার দাখিল করব। আমরা চাইব ওই ঘটনায় টর্ট আইনে ক্ষতিপূরণ এবং কাদের গাফিলতি সেটি খুঁজে বের করা।’ 

মামলার সূত্রে জানা যায়, পোকামাকড় মারতে শিশুদের বাবা মোবারক হোসেন নিজের বাসায় ওষুধ প্রয়োগে ‘ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড’ নামে একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। পেস্ট কন্ট্রোল কোম্পানিটির কর্মীরা ২ জুন পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড সমৃদ্ধ ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন। ওষুধ দেওয়ার ছয় ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে নিষেধ করা হয় বাসিন্দাদের। কোম্পানির নির্দেশনা মেনে দুই দিন পর তাঁরা ঘরে প্রবেশ করেন। এরপরেও গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন তাঁরা। দুই শিশুর মৃত্যু হয়। তাদের মা ও বাবা হাসপাতালে চিকিৎসা নেন। 

এ ঘটনায় মোবারক হোসেন ভাটারা থানায় ৫ জুন মামলা করেন। মামলায় ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অপর আসামি টিটো মোল্লাকে গত মঙ্গলবার রিমান্ডে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত