নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম-উল ইসলামের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘনটায় নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ভাজনকান্দা গ্রামের বিদ্রোহী প্রার্থীর নিজ বাড়িতে এ হামলা চালানো হয়।
বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ইমাম-উল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিন শতাধিক লোক নৌকার স্লোগান দিয়ে হামলা চালায় বলে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী)। ইমাম-উল কোদালিয়া শহীদনগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। হামলাকারীরা নৌকার প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর সমর্থক বলে জানা গেছে।
ইমাম-উল ইসলাম বলেন, হামলাকারীরা নৌকার স্লোগান দিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করে। এ ছাড়া তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুটপাট করে নেয়।
এ ব্যাপারে জানতে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের নৌকার প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর ফোন নম্বরে যোগাযোগ করা হলে, তিনি ফোন কেটে দেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফরিদপুরের নগরকান্দার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম-উল ইসলামের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘনটায় নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ভাজনকান্দা গ্রামের বিদ্রোহী প্রার্থীর নিজ বাড়িতে এ হামলা চালানো হয়।
বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ইমাম-উল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিন শতাধিক লোক নৌকার স্লোগান দিয়ে হামলা চালায় বলে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী)। ইমাম-উল কোদালিয়া শহীদনগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। হামলাকারীরা নৌকার প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর সমর্থক বলে জানা গেছে।
ইমাম-উল ইসলাম বলেন, হামলাকারীরা নৌকার স্লোগান দিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করে। এ ছাড়া তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুটপাট করে নেয়।
এ ব্যাপারে জানতে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের নৌকার প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর ফোন নম্বরে যোগাযোগ করা হলে, তিনি ফোন কেটে দেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘তিন ঘণ্টা ঘোরাঘুরি কইরা একটা স্কার্ফ ছাড়া তো কিছুই কিনলা না। সকাল সকাল মার্কেটে আইসা কী লাভ হইলো?’ মা তাসলিমা আক্তারকে অনুযোগ করে বলছিল বছর দশেকের মেয়ে সানজিদা ইসলাম। জবাবে মা বললেন, ‘দোকানে আইসাই সাথে সাথে কিন্না ফেলন যায়? আগে তো দেখতে হইবো। দামদর বুঝতে হইবো।’
৪ মিনিট আগেরাজশাহী নগর মহিলা দলের নেত্রীর বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ছিলেন সড়কের ওপর। তখন কিছুটা দূরে পরপর দুটি ককটেল ফোটে। আত্মরক্ষায় পুলিশ সদস্যরা পাশের একটি সেলুনে ঢুকে পড়েন।
১৪ মিনিট আগেবগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযোগ রয়েছে, উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে মামলা করা হয়েছে ছোট ছোট অবৈধ মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে অনেক স্থানেই কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ হয়েছে।
৩৪ মিনিট আগেমুনিরা মুনমুন আবৃত্তিশিল্পী। সপ্তাহখানেক আগের এক সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি লেকের পাশে তিনি শিকার হয়েছেন এক চরম অনাকাঙ্ক্ষিত ঘটনার। কিছুতেই ভুলতে পারছেন না বিষয়টি। মুনিরা ও তাঁর এক বান্ধবী রবীন্দ্র সরোবরে লেকের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন।
৩৪ মিনিট আগে