Ajker Patrika

নারায়ণগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৯: ০৬
নারায়ণগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

১৪ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন। একই মামলায় খালাস পেয়েছেন আরও দুজন।

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম হৃদয় (৩৬) উপজেলার মুইরাব এলাকার বাসিন্দা। রায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। খালাসপ্রাপ্তরা হলেন মাসুদ রানা ও বুলবুল।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘২০০৯ সালের ৯ আগস্ট আসামি শফিকুল ইসলাম হৃদয় পূর্বশত্রুতার জেরে ওই তরুণীকে ধরে এনে মুইরাব এলাকার একটি নির্জন স্থানে ধর্ষণ ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এই ঘটনায় নিহতের বাবা প্রথমে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগপত্র তিনজনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।’

আদালতে পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, প্রায় ১৪ বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত