Ajker Patrika

মতিঝিলে ‘বিচ্ছু বাহিনী’ গ্রুপের ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
মতিঝিলে ‘বিচ্ছু বাহিনী’ গ্রুপের ৫ জন গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল থেকে কিশোর গ্যাং ‘বিচ্ছু বাহিনী’ গ্রুপের পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-জুয়েল, তরিকুল ইসলাম, জুনাইদ, রবিউল ইসলাম ওরফে রবিন ও সাগর। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ব্যাটন, তিনটি চাকু ও একটি বক্সিং পাঞ্চার উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর অতিরিক্ত এসপি (মিডিয়া) বীণা রাণী দাস জানান, মতিঝিল এলাকায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা, সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। শনিবার রাতে এজিবি কলোনির হিন্দুপাড়ার লোকনাথ বাবার মন্দিরের সামনে থেকে ‘বিচ্ছু বাহিনী’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, দীর্ঘদিন ধরে তারা মতিঝিল, মুগদা ও শাহজাহানপুর এলাকায় সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তারা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করত। মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও বাস যাত্রীদের টার্গেট করে যাত্রীদের ব্যাগ-পার্টস ছিনতাই করত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত