বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের দুই দফা সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ২২: ৪৭

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা দুই দফা বিক্ষোভ করেছেন। আজ শনিবার দুপুরে ও বিকেলে চন্দ্রা–নবীনগর সড়ক অবরোধ করেন তাঁরা। 

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২০–২২ হাজার শ্রমিক কাজ করেন। এর শ্রমিকেরা এখনো গত মাসের বেতন পাননি। বকেয়া বেতনসহ আরও বেশ কিছু দাবিতে শ্রমিকেরা প্রথমে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। 

পরে শ্রমিকেরা মিছিল নিয়ে কারখানার সামনে চন্দ্রা–নবীনগর সড়কে অবরোধ করেন। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আধা ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়। 

সূত্রটি আরও জানায়, দিনভর অপেক্ষার পরও মালিকপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুনরায় কারখানার সামনে চন্দ্রা-নবীনগর সড়কে জড়ো হয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে পুনরায় ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম মোল্লা জানান, দুপুরে একবার শ্রমিকেরা কিছু সময়ের জন্য সড়কে অবরোধ সৃষ্টি করলে পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে আধা ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা ওই কারখানার শ্রমিকদের উদ্ধৃত করে তিনি আরও বলেন, আন্দোলনকারী শ্রমিকেরা জানায় তার আগেও তাদের আন্দোলন করে বেতন নিতে হয়েছিল। এবার গেল মাসের বেতন দাবি করলে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের জানিয়েছেন, সরকার কারখানা মালিকের ব্যাংক হিসাব বন্ধ করে রেখেছে। এ কারণে সময়মতো বেতন দেওয়া সম্ভব হয়নি। মালিকপক্ষ সরকারের সঙ্গে কথা বলছেন। ব্যাংক থেকে টাকা তুলতে পারলে তখন দেবেন। 

আজ শনিবার সন্ধ্যায় গাজীপুর শিল্প পুলিশের বেক্সিমকো অঞ্চলের সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার বলেন, ‘বকেয়া বেতনসহ বেশ কয়েকটি দাবিতে শ্রমিকেরা দুপুর সাড়ে ১২টা থেকে আধা ঘণ্টা বিক্ষোভ করেন। দুপুরে একবার চলে যাওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে তাঁরা পুনরায় চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত