Ajker Patrika

টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থীর পোস্টারে আগুন, থানায় অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থীর পোস্টারে আগুন, থানায় অভিযোগ

গাজীপুর–২ আসনে ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের পোস্টারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

অভিযোগে বলা হয়েছে, গত কয়েক দিন আগে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর দত্তপাড়া এলাকার বর্ণমালা ধূমকেতু স্কুলকেন্দ্রের সামনে পোস্টার লাগায় ঈগল প্রতীকের কর্মীরা। বুধবার রাতে ঈগল প্রতীকের পোস্টারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় আশপাশে থাকা আরেও কিছু পোস্টার ছিঁড়ে এক সঙ্গে করে আগুন দিয়ে পোড়ানো হয়। পরে বিষয়টি অভিযোগ আকারে দাখিল করা হয়। 

এতে আরও বলা হয়, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় এরশাদ নগর এলাকায় ঈগল প্রতীকের প্রচারণায় হামলা করে নৌকা সমর্থকেরা। এ বিষয়ে রিটার্নিং অফিসার ও নির্বাচনী অনিয়ম অনুসন্ধান কমিটির কাছে পৃথক অভিযোগ দাখিল করা হয়েছে। বাদীর সন্দেহ নৌকা প্রতীকের লোকজন পোস্টারে আগুন ধরিয়ে থাকতে পারে। 

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বারবার আমার প্রচারণার ওপর হামলা করা হচ্ছে। আমি ও আমার কর্মীদের নিরাপত্তা চাই।’ 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত