Ajker Patrika

বিএনপির কারাবন্দী নেতাকে গ্রেপ্তার দেখানো হলো আরও ৪ মামলায়

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২৩: ৫৮
বিএনপির কারাবন্দী নেতাকে গ্রেপ্তার দেখানো হলো আরও ৪ মামলায়

রাজধানীর দুটি থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমকে কিশোরগঞ্জের ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক চারটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে পুলিশ। 

চারটি মামলার মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার দুটি এবং কুলিয়ারচর থানার দুটি মামলা রয়েছে। চারটি মামলায়ই মো. শরীফুল আলম এজাহারনামীয় আসামি। এর মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান। এ ছাড়া কুলিয়ারচর থানার দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত। 

এ সময় আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, মো. শরীফুল আলমের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, অ্যাডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম ও অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন এবং বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর হওয়ার পর আজ মঙ্গলবার বেলা ১টার দিকে কিশোরগঞ্জ থেকে পুলিশ প্রহরায় মো. শরীফুল আলমকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে কিশোরগঞ্জের আদালতে আনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত