নারায়ণগঞ্জ প্রতিনিধি
ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
আজ বুধবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে অশুভ শক্তির মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধুকন্যা যত দিন বেঁচে থাকবেন, তত দিন এই দেশে সাম্প্রদায়িক অশুভ শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’
নারায়ণগঞ্জকে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘এই নারায়ণগঞ্জে একসঙ্গে মুসলিম কবরস্থান, খ্রিষ্টান কবরস্থান, শ্মশান ও মেনন ধর্মের সমাধিস্থল পাশাপাশি রয়েছে। আমরা বেঁচে আছি একসঙ্গে, মৃত্যুর পরেও একই স্থানে আমাদের সমাধি। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক শক্তি কখনো সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। এখানে কেউ সাম্প্রদায়িক কিছু করার চিন্তা করলে তাদের ছাড় দেওয়া হবে না।’
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য প্রবীর কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
আজ বুধবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে অশুভ শক্তির মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধুকন্যা যত দিন বেঁচে থাকবেন, তত দিন এই দেশে সাম্প্রদায়িক অশুভ শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’
নারায়ণগঞ্জকে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘এই নারায়ণগঞ্জে একসঙ্গে মুসলিম কবরস্থান, খ্রিষ্টান কবরস্থান, শ্মশান ও মেনন ধর্মের সমাধিস্থল পাশাপাশি রয়েছে। আমরা বেঁচে আছি একসঙ্গে, মৃত্যুর পরেও একই স্থানে আমাদের সমাধি। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক শক্তি কখনো সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। এখানে কেউ সাম্প্রদায়িক কিছু করার চিন্তা করলে তাদের ছাড় দেওয়া হবে না।’
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য প্রবীর কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁয় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। রাতে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চেকপোস্ট বসানো হচ্ছে এবং একযোগে টহল পরিচালনা করা হচ্ছে।
২০ মিনিট আগেরাজধানীর ডেমরায় সড়কে প্রাচীর নির্মাণ নিয়ে যুবদলের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ডগাইর নতুনপাড়া কালু ভূঁইয়া রোডের রাইজিং সান স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের হিসাব সহকারী ও কাম ক্যাশিয়ার অলোক কুমার নন্দীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩২ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আমবাগিচা ছোট মসজিদের পেছনে দাউদ ভবনের গলিতে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে