Ajker Patrika

ইসলাম ধর্ম-ব্যবসা সমর্থন করে না, জন্মাষ্টমীর র‍্যালিতে শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ২৬
ইসলাম ধর্ম-ব্যবসা  সমর্থন করে না, জন্মাষ্টমীর র‍্যালিতে শামীম ওসমান

ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। 

আজ বুধবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। 

শামীম ওসমান বলেন, ‘ইসলামের নাম দিয়ে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ইসলাম ধর্ম তাদের সমর্থন করে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে অশুভ শক্তির মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধুকন্যা যত দিন বেঁচে থাকবেন, তত দিন এই দেশে সাম্প্রদায়িক অশুভ শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’ 

নারায়ণগঞ্জকে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘এই নারায়ণগঞ্জে একসঙ্গে মুসলিম কবরস্থান, খ্রিষ্টান কবরস্থান, শ্মশান ও মেনন ধর্মের সমাধিস্থল পাশাপাশি রয়েছে। আমরা বেঁচে আছি একসঙ্গে, মৃত্যুর পরেও একই স্থানে আমাদের সমাধি। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক শক্তি কখনো সফল হতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। এখানে কেউ সাম্প্রদায়িক কিছু করার চিন্তা করলে তাদের ছাড় দেওয়া হবে না।’ 

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য প্রবীর কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত