প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাদশা শেখ (১৫) নামের এক কিশোর মারা গেছে। এ ছাড়া একই সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন বড় ভাই কবির শেখ (২২)। আজ বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
এঘটনায় তাঁদের বাবা নুরু শেখ আহত হলেও এখন তিনি সুস্থ আছেন। তাঁদের বাড়ি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আইনদ্দিন প্রামাণিক পাড়া।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল গফুর ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো আজ সকালে নুরু শেখ তাঁর দুই ছেলে কবির ও বাদশাকে সঙ্গে করে পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করতে যান।
বেলা সাড়ে ১১টা থেকে বৃষ্টি শুরু হয়। তখন তাঁরা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দেবীপুর মৌজার শেষ সীমানার দিকে ভরা পদ্মা নদীতে অবস্থান করছিল।
দুপুর ১২টার দিকে বৃষ্টির মধ্যে তিনজন মাছ ধরা অবস্থায় বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে নৌকার ওপর ঘটনাস্থলেই বাদশা শেখ মারা যায়। গুরুতর আহত হন বাদশার বড় ভাই কবির শেখ। তাঁদের বাবা নুরু শেখ আহত হন। গুরুতর আহত কবির শেখকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সাঈদ মণ্ডল জানান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে বজ্রপাতে নিহত কিশোরের মৃত্যুর সংবাদ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করছেন।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাদশা শেখ (১৫) নামের এক কিশোর মারা গেছে। এ ছাড়া একই সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন বড় ভাই কবির শেখ (২২)। আজ বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
এঘটনায় তাঁদের বাবা নুরু শেখ আহত হলেও এখন তিনি সুস্থ আছেন। তাঁদের বাড়ি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আইনদ্দিন প্রামাণিক পাড়া।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল গফুর ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো আজ সকালে নুরু শেখ তাঁর দুই ছেলে কবির ও বাদশাকে সঙ্গে করে পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করতে যান।
বেলা সাড়ে ১১টা থেকে বৃষ্টি শুরু হয়। তখন তাঁরা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দেবীপুর মৌজার শেষ সীমানার দিকে ভরা পদ্মা নদীতে অবস্থান করছিল।
দুপুর ১২টার দিকে বৃষ্টির মধ্যে তিনজন মাছ ধরা অবস্থায় বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে নৌকার ওপর ঘটনাস্থলেই বাদশা শেখ মারা যায়। গুরুতর আহত হন বাদশার বড় ভাই কবির শেখ। তাঁদের বাবা নুরু শেখ আহত হন। গুরুতর আহত কবির শেখকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সাঈদ মণ্ডল জানান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে বজ্রপাতে নিহত কিশোরের মৃত্যুর সংবাদ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করছেন।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
২৪ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
১ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
১ ঘণ্টা আগে