নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাসের রায় স্থগিত করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের রায় আগামী ১ জুলাই পর্যন্ত স্থগিত করেন। এর ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন দুদক আইনজীবী।
কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও শাহ মনজুরুল হক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
এর আগে কুতুবের আপিল মঞ্জুর করে গত বুধবার হাইকোর্ট তাকে খালাস দেন। পরে বৃহস্পতিবার খালাসের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে দুর্নীতি দমন কমিশন।
কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, সরকারি কর্মকর্তা হয়ে ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তাঁর শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন। পরে সেখানে নিজেই বসবাস করার অভিযোগে ২০১৮ সালের ৮ জুন কুতুবের বিরুদ্ধে মামলা করে দুদক।
২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি কুতুব ও নাজমুল ইসলাম সাঈদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।
চার্জশিটে বলা হয়, কুতুব উদ্দিন একজন সরকারি কর্মকর্তা হয়ে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের আশ্রয় নেন।
আর মালিক না হওয়া সত্ত্বেও নাজমুল ইসলাম সাঈদকে ভুয়া আমমোক্তার সাজিয়ে গুলশান সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে গুলশানে ১০ কাঠা জমির প্লট দখল করেন। এমনকি সেখানে বাড়িও করেন।
ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে ১০ কাঠার প্লট আত্মীয়দের নামে বরাদ্দ করে আত্মসাৎ করার মামলায় কুতুবকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। পরে হাইকোর্টে আপিল করেন তিনি। গত ২৩ মে শুনানি শেষে রায়ের জন্য ২৯ মে দিন ধার্য করা হয়েছিল। হাইকোর্টে কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।
ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাসের রায় স্থগিত করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের রায় আগামী ১ জুলাই পর্যন্ত স্থগিত করেন। এর ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন দুদক আইনজীবী।
কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও শাহ মনজুরুল হক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
এর আগে কুতুবের আপিল মঞ্জুর করে গত বুধবার হাইকোর্ট তাকে খালাস দেন। পরে বৃহস্পতিবার খালাসের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে দুর্নীতি দমন কমিশন।
কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, সরকারি কর্মকর্তা হয়ে ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তাঁর শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন। পরে সেখানে নিজেই বসবাস করার অভিযোগে ২০১৮ সালের ৮ জুন কুতুবের বিরুদ্ধে মামলা করে দুদক।
২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি কুতুব ও নাজমুল ইসলাম সাঈদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।
চার্জশিটে বলা হয়, কুতুব উদ্দিন একজন সরকারি কর্মকর্তা হয়ে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের আশ্রয় নেন।
আর মালিক না হওয়া সত্ত্বেও নাজমুল ইসলাম সাঈদকে ভুয়া আমমোক্তার সাজিয়ে গুলশান সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে গুলশানে ১০ কাঠা জমির প্লট দখল করেন। এমনকি সেখানে বাড়িও করেন।
ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে ১০ কাঠার প্লট আত্মীয়দের নামে বরাদ্দ করে আত্মসাৎ করার মামলায় কুতুবকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। পরে হাইকোর্টে আপিল করেন তিনি। গত ২৩ মে শুনানি শেষে রায়ের জন্য ২৯ মে দিন ধার্য করা হয়েছিল। হাইকোর্টে কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।
ঢাকায় এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ২৪৮ জন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেঢাকার সাভারে রহিম আফরোজের ব্যাটারি কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রের সিলিন্ডার (ফায়ার ইস্টিংগুইশার) বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত রহিম আফরোজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেআপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সামলাতে পারছেন না, তাই দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন।
২৬ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইল-সাগরদিঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় শিক্ষাসফরের চারটি স্কুলবাসে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাস থেকে মালপত্র লুট করে নিয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ১০ দিনে এ সড়কে পরপর তিনটি ডাকাতির ঘটনা ঘটল।
৩০ মিনিট আগে