শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া বায়তুল আতিন জামে মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির সহযোগী দুটি সংগঠনের দুই নেতার মধ্যে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের আগে মসজিদের ভেতরেই দুই পক্ষ হাতাহাতি ও কিল-ঘুষিতে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি কমিটি ঘোষণার জেরে উত্তেজনা চরমে পৌঁছে।
সংঘর্ষে আহতদের মধ্যে হুমায়ুন ব্যাপারী এবং অনিক গুরুতর আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় মুসল্লি তাইজুদ্দিন জানান, মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে একটি কমিটি গঠন করা হলেও তা অপরপক্ষ মেনে নেয়নি।
আজ শুক্রবার জুমার নামাজের আগে নতুন কমিটির সভাপতি দাবি করে বক্তব্য দেন শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন। তিনি মুসল্লিদের সহযোগিতা কামনা করেন। এ সময় অপরপক্ষ শ্রীপুর পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মামুন ব্যাপারী দাঁড়িয়ে পাল্টা বক্তব্য দেন। তিনি দাবি করেন, দাতা পরিবারের সদস্যদের সম্মতিতে তাঁদের পক্ষ থেকে তালেব হোসেনকে সভাপতি এবং তাঁকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এই বক্তব্য চলাকালে উভয় পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। মসজিদের ভেতরেই কিল-ঘুষি, পাঞ্জাবি ছেঁড়াসহ চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
সংঘর্ষে মামুন ব্যাপারীর বড় ভাই হুমায়ুন ব্যাপারীসহ তার পক্ষের তিনজন আহত হন। অন্যদিকে, এনামুল হক খোকনের পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। গুরুতর আহত তার ছেলে অনিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামুন ব্যাপারী বলেন, ‘আমরা দাতা পরিবারের সদস্য। আমাদের অজান্তে তারা মসজিদ-মাদ্রাসার কমিটি করেছে। আজ আমরা সর্বসম্মতিক্রমে আমাদের কমিটি ঘোষণা করেছি। সংঘর্ষে আমার ভাইসহ তিনজন আহত হয়েছেন।’
অপরদিকে এনামুল হক খোকন বলেন, ‘১৬ নভেম্বর সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি করা হয়েছে। জুমার নামাজের আগে পরিচিতি বক্তব্য দিলে প্রতিপক্ষ হট্টগোল করে পরিস্থিতি উত্তপ্ত করেছে। সংঘর্ষে আমার পক্ষের পাঁচজন আহত হয়েছেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে এমন সংঘর্ষে স্থানীয় মুসল্লিরা হতাশা প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত এই বিরোধ মেটানোর দাবি জানিয়েছেন।
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া বায়তুল আতিন জামে মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির সহযোগী দুটি সংগঠনের দুই নেতার মধ্যে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের আগে মসজিদের ভেতরেই দুই পক্ষ হাতাহাতি ও কিল-ঘুষিতে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি কমিটি ঘোষণার জেরে উত্তেজনা চরমে পৌঁছে।
সংঘর্ষে আহতদের মধ্যে হুমায়ুন ব্যাপারী এবং অনিক গুরুতর আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় মুসল্লি তাইজুদ্দিন জানান, মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে একটি কমিটি গঠন করা হলেও তা অপরপক্ষ মেনে নেয়নি।
আজ শুক্রবার জুমার নামাজের আগে নতুন কমিটির সভাপতি দাবি করে বক্তব্য দেন শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন। তিনি মুসল্লিদের সহযোগিতা কামনা করেন। এ সময় অপরপক্ষ শ্রীপুর পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মামুন ব্যাপারী দাঁড়িয়ে পাল্টা বক্তব্য দেন। তিনি দাবি করেন, দাতা পরিবারের সদস্যদের সম্মতিতে তাঁদের পক্ষ থেকে তালেব হোসেনকে সভাপতি এবং তাঁকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এই বক্তব্য চলাকালে উভয় পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। মসজিদের ভেতরেই কিল-ঘুষি, পাঞ্জাবি ছেঁড়াসহ চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
সংঘর্ষে মামুন ব্যাপারীর বড় ভাই হুমায়ুন ব্যাপারীসহ তার পক্ষের তিনজন আহত হন। অন্যদিকে, এনামুল হক খোকনের পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। গুরুতর আহত তার ছেলে অনিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামুন ব্যাপারী বলেন, ‘আমরা দাতা পরিবারের সদস্য। আমাদের অজান্তে তারা মসজিদ-মাদ্রাসার কমিটি করেছে। আজ আমরা সর্বসম্মতিক্রমে আমাদের কমিটি ঘোষণা করেছি। সংঘর্ষে আমার ভাইসহ তিনজন আহত হয়েছেন।’
অপরদিকে এনামুল হক খোকন বলেন, ‘১৬ নভেম্বর সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি করা হয়েছে। জুমার নামাজের আগে পরিচিতি বক্তব্য দিলে প্রতিপক্ষ হট্টগোল করে পরিস্থিতি উত্তপ্ত করেছে। সংঘর্ষে আমার পক্ষের পাঁচজন আহত হয়েছেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে এমন সংঘর্ষে স্থানীয় মুসল্লিরা হতাশা প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত এই বিরোধ মেটানোর দাবি জানিয়েছেন।
সর্বনিম্ন বেতন স্কেল ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে আমরণ অনশন ভেঙেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আউটসোর্সিং কর্মচারীরা। শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গতকাল বৃহস্পতিবার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে ১২ দিন পর ২৮৭ জন কর্মচারী রাত ৮টা থেকে কাজে যোগ দেন।
১ সেকেন্ড আগেনিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় অন্তত ১৫-২০ জন সদস্যকে আটক করা হয়।
৮ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লোটাসকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সুবিদখালি দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজি মামলায় উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লোটাসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লোটাস দেউলী সুবিদখালী ইউনিয়নের...
২০ মিনিট আগে