আওয়ামী লীগ নেতার অভিযোগের জবাব দিতে আদালতে এমপি গোলাপ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯: ৩০
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯: ৫২

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ব্যাখ্যা দিতে আদালতে হাজির হয়েছেন মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ মিয়া। আজ রোববার সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হকের কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দেন তিনি।

একই সময় অভিযোগকারী ওই আসনে স্বতন্ত্র প্রার্থী এবং কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম প্রমাণ নিয়ে আদালতের ডাকে হাজির হন। এ সময় দুই প্রার্থীকে মুখোমুখি করে বক্তব্য শোনেন বিচারক।

আদালতের কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান গোলাপ। এ সময় তিনি দাবি করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। এ ব্যাপারে বিচারকের কাছে লিখিত বক্তব্য দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযোগ দাখিলকারী তাহমিনা বেগম বলেন, আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ মিয়ার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আদালতে ভিডিও, ছবিসহ উপযুক্ত প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৩০ নভেম্বর আবদুস সোবহান গোলাপ আচরণবিধি লঙ্ঘন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি মোটরসাইকেল, পিকআপ, প্রাইভেট কার ও মাইক্রোবাসে দলীয় বহু নেতা-কর্মী নিয়ে কালকিনি উপজেলা চত্বরে মহড়া দেন। অভিযোগ করেন দুই স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত